🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীল লোকনাথ গোস্বামী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_95.html



  ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ শ্রীল লোকনাথ গোস্বামী 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
######লোকনাথ গোস্বামী########
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 যশোহর জেলার তালখড়ি গ্রামে লোকনাথ গোস্বামীর আবির্ভাব পিতার নাম পদ্মনাভ মাতা সীতাদেবী এবং বংশের উপাধি ছিল চক্রবর্তী লোকনাথ গোস্বামী মহাপ্রভুর থেকে দুই বছরের বড় ছিলেন। অদ্বৈত আচার্য বিদ্যালয়ের নাম অদ্বৈত সভা।
 পিতার কাছে শাস্ত্র ব্যাকরণ অধ্যায়ন কোরিয়া লোকনাথ গোস্বামী অদ্বৈত সভায় এলেন এবং ভাগবত পড়তে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য লোকনাথ গোস্বামী কে মন্ত্র দীক্ষা প্রদান করিয়া তার সভায় ভর্তি করিয়ে নিলেন। সেই অদ্বৈত সভায় শ্রী গদাধর পন্ডিত ও শ্রীমন্মহাপ্রভুকে সঙ্গিরূপে কে পেলেন। গৌরাঙ্গ সুন্দরের সঙ্গলাভ করিয়া সঙ্গগুণে লোকনাথের মধ্যে ভক্তিশাস্ত্র প্রস্ফুরিত হলো।
  শ্রীগৌরাঙ্গসঙ্গের গুণে অতি চমৎকার।
লোকনাথের হইল ভাগবতে অধিকার।।
 গৌরাঙ্গ সুন্দরের প্রতি লোকনাথের অদ্ভুত প্রেম দেখে শ্রী অদ্বৈত আচার্য লোকনাথ গোস্বামীকে শ্রী গৌরাঙ্গের হাতে সমর্পণ করে দিলেন। তাল কুড়িগ্রামের পার্শ্ববর্তী "বরাঙ্গনা" নদীর ধার দিয়ে পূর্ববঙ্গে যাবার সময় গৌড় হরি লোকনাথের খোঁজ করলেন। লোকনাথ গোস্বামীর পিতা পদ্মনাভ শ্রী গৌরাঙ্গ কে দর্ষণ করিয়া হাতে আমার গৌড় সুন্দর কে ঘরে ডেকে নিলেন দিন কয়েক সযত্নে অতিথি সৎকার করলেন তারপর লোকনাথ কে শ্রী গৌড় সুন্দর এর সঙ্গী করে দিলেন বললেন আমার আমার লোকনাথ কে তুমি তোমার মতন করে গড়ে তুলো। শ্রীমন মহাপ্রভু যখন পূর্ববঙ্গ গিয়েছিলেন তখন সহচর হিসেবে লোকনাথ গোস্বামী আমার গৌড় সুন্দর এর সঙ্গে ছিলেন। তারপর পুরী ভ্রমণ শেষে যখন নবদ্বীপে ফিরলেন লোকনাথ কে বললেন যে লোকনাথ তুমি ঘরে গিয়ে অপেক্ষা করো লোকনাথ ঘরে ফিরল বটে কিন্তু সব সময় তার মনে উদাস ভাব অনুরাগময়ী উৎকণ্ঠা দশা। ইতিমধ্যেই লোকনাথ গোস্বামীর পিতা-মাতার লোকান্তর হলো অর্থাৎ নিত্য ধনে গমন করলেন ঘরে আর লোকনাথ গোস্বামীর মন টিকলো না সর্বস্ব ত্যাগ করিয়া লোকনাথ গোস্বামী নবদ্বীপের চলে এলেন। নবদ্বীপে এসে জানতে পারলেন অল্প কয়েকদিনের মধ্যেই গৌড় সুন্দর সন্ন্যাস গ্রহণ করবেন। লোকনাথ গোস্বামী প্রভুর সন্ন্যাস নেওয়ার কথা শুনে মনে পড়ে কাঁদতে লাগলেন বললেন তোমার সেই যে চাচুর চিকুর রয়েছে তার কি হবে প্রভু? গৌড় সুন্দর আমার উত্তর করলেন যে লোকনাথ তুমি শ্রীধাম বৃন্দাবন চলে যাও সেখানে আমি যাব তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথা শ্রবণ করার পরেই লোকনাথ আর ক্ষণকাল বিশ্রাম করলেন না তিনি অবিলম্বে বৃন্দাবনের পথে চললেন,এই গদাধরের শিষ‍্য হচ্ছে ভূগর্ভ গোস্বামী।
 ভূগর্ভ গোস্বামীর সঙ্গে লোকনাথের পরিচয় হয়েছিল এবং বৃন্দাবনের পথে যেতেই ভূগর্ভের সঙ্গে লোকনাথ গোস্বামীর সাক্ষাৎ হয় এবং ভূগর্ভ গোস্বামী বললেন যে আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। দুই পরম ভক্ত লোকনাথ আর ভূগর্ভ পদব্রজে শ্রী বৃন্দাবনে উপনীত হলেন। ব্রুসলি উপস্থিত হয় গুড় ভক্তদের মধ্যে শুধু একজনকেই দেখতে পেলেন তিনি হলেন সুবুদ্ধি রায়। বেশ কয়দিন বৃন্দাবনে থাকা হয়ে গেল তখনো শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে আসেন নাই এই নিয়ে লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামীর মধ্যে চরম চিন্তা দেখা দিল তিনি কবে আসবেন দর্শনের জন্য দুই ভক্তের হৃদয় ব্যথিত হয়ে উঠলো। এর মধ্যেই সংবাদ পেলেন শ্রীমন্মহাপ্রভু গৌর সুন্দর আমার সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করিয়া তিনি নীলাচলে চলে গেছেন সেখান থেকে তিনি গিয়েছেন দক্ষিণ বিজয়ে। সাক্ষাৎ দর্শনের আশায় লোকনাথ গোস্বামী চললেন দক্ষিণ যাত্রায়, দাক্ষিণাত্যে পৌছিয়ে লোকনাথ শুনলেন মহাপ্রভু নীলাচল হয়ে বৃন্দাবনের দিকে গিয়েছেন। লোকনাথ পূর্ণ বৃন্দাবনে ফিরে এলেন বৃন্দাবনে ফিরে এসেছে লোকনাথ গোস্বামী শুনলেন যে মহাপ্রভু বৃন্দাবনবিজয় শেষ করে প্রয়াগে গেছেন। লোকনাথ গোস্বামী স্থির করলেন এই মুহূর্তে আমি প্রয়োগে যাব মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ দর্শন ছাড়া আমার এই বিরহ যন্ত্রণা শান্ত হবে না। সেই দিন রাত্রি সমান কালে লোকনাথ গোস্বামী স্বপ্ন দেখলেন প্রভুকে মহাপ্রভু বললেন লোকনাথ তুমি বৃন্দাবনেই থাকো এখানেই তুমি ভজন সাধন করো স্বপ্না দেশকে সাক্ষাৎ আদেশ মনে করিয়া লোকনাথ গোস্বামী বৃন্দাবনে থেকে গেলেন বৃন্দাবন ছেড়ে বাইরে একপাও তিনি অগ্রসর হলেন না। দুর্গম জায়গায় শুধুই ঘুরে বেড়াতে লাগলেন কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ গেল না তার বিরহের কাতরতা।


পরের অংশ লোকনাথ গোস্বামী
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
এমন দুর্বার বৈরাগ‍্য কেউ আর কখনো দেখেন নাই,এমন নিষ্কিঞ্চনতা,
আকৌমার ব্রহ্মচারী,ফলমূলের বেশী কিছু সেবা নেন না, কোথায় থাকেন?না,বৃক্ষতলে। সুবুদ্ধি রায় আছেন মথুরায়,কেশবদেবের মন্দিরের কাছে, আর লোকনাথ গোস্বামী আছেন ছত্রবনের নিকটে উমরাও গ্রামের কিশোরী কুন্ডের ধারে। প্রবল বর্ষাই হোক আর চরম শীতই হোক, বৃক্ষতল ছাড়া কোথাও আশ্রয়ভিক্ষা করেন না, গাত্রে জীর্ণ একখানি কাঁথা,
জীর্ণতর বহির্বাস। তাঁর এইরূপ অবস্থা দেখিয়া গ্রামবাসী একখানি কুটির নির্মাণ করে দিতে চাহিলে তাহা লোকনাথ গোস্বামী সম্মতি হলেন না।
তিনি বললেন আমার একমাত্র কর্ম শ্রীকৃষ্ণের অনুসন্ধান, তাঁকে বিনে আমার জীবন অসফল, এমন স্থায়ী কুটিরের আমার কি কাজ। যদি একটি অন্তত তাঁর বিগ্রহ পেতাম তাঁর সেবা করিয়া আমার শ্রীকৃষ্ণ না পাইবার যন্ত্রণা কিঞ্চিৎ লাঘব হত।
এইভাবে লোকনাথ গোস্বামী উৎকণ্ঠার সহিত দিন কাটাতে লাগলেন। একদিন কে একজন নির্জনে তাঁর সামনে এসে দাঁড়াল, লোকনাথের হস্তে একটি শ্রীযুগল বিগ্রহ দিয়ে বললেন,এই নাও, এই বিগ্রহের সেবা করো। বললেন এই বিগ্রহের কি নাম? "রাধাবিনোদ"। এইকথা বলিয়া লোকটি অন্তর্হিত হলেন। লোকনাথ ভাবতে লাগলেন কে আমায় এই বিগ্রহ দিয়ে গেল? কোথাকার বিগ্রহ? কোথা থেকেই বা এলো? আহা হা-- তখন সেই বিগ্রহই কথা কয়ে উঠলেন, বললেন, আমি এই কিশোরী কুন্ডেই বাস করি। তোমার উৎকণ্ঠা ও ব‍্যাকুলতা দেখিয়া আমি নিজেই নিজেকে প্রকট করেছি।
আমাকে আমার কে আনবে? কি গো আমি নিজেতোমার কাছে আসতে পারি না? এইকথা শুনিয়া লোকনাথ 
কাঁদিতে লাগলেন, ভাবিলেন এই আমার প্রভুর কৃপা। এবারে বিগ্রহ বললেন, ওগো, তোমার কান্না শোনার আমার সময় নেই, আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমায় কিছু খাবার দাও।
কোনরকমে বৃক্ষতলে রন্ধন করলেন এবং বিগ্রহের সেবা দিলেন। ভোগরাগের পর পুষ্প শয‍্যায় শয়ন দিলেন। বন‍্যপল্লবে বাতাস করলেন খানিকক্ষণ, পদসেবা করলেন। কিন্তু এবার বড়ই সমস‍্যা দেখা দিল, উত্থানের পর এই রাধাবিনোদকে কোথায় রাখব, ভাবতে লাগলেন। বৃক্ষতলে বাস, বৃক্ষকোটরে রাখলেন।
আমি যখন মাধুকরী করতে যাব,তখন আমার রাধাবিনোদকে কোথায় রাখব? অনেক চিন্তার পর একটি ঝোলা তৈরী করলেন, আর সেই ঝোলার মধ‍্যেই সেই বিগ্রহ রাখলেন।সেই ঝোলাই রাধাবিনোদের মন্দির। সেই ঝোলা কন্ঠমালার মত করিয়া বক্ষে ঝুলিয়ে রাখলেন সর্বক্ষণ। ক্রমে ক্রমে গোস্বামীগণ আসতে লাগলেন বৃন্দাবনে, রূপ,সনাতন,গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, বৃন্দাবন শ্রীকৃষ্ণ খ‍্যাতিতে মুখর হয়ে উঠিল। তাপর এলেন নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তমদাস ঠাকুরই 
লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ‍্য।
শ্রীবৃন্দাবন যাবার উদ্দেশ্যে গৌরসুন্দর 
যখন কানাইর নাটশালায় পৌঁছন তখন একদিন কীর্তন করতে করতে আচম্বিতে "নরু" "নরু" নাম ধরে ডাকতে শুরু করেন, কে নরু? এখনো জন্ম হয় নাই, পরে হবে।



পরের অংশ লোকনাথ (2)
++++++++++++++++++++++++
পদ্মাতীরে গড়েরহাটে নিত‍্যানন্দকে নিয়ে এলেন গৌরসুন্দর, সেখান থেকে কুতুবপুরে।পদ্মানদীতে স্নান করিয়া তীরে কীর্তন করতে আরম্ভ করলেন।পদ্মানদীকে বললেন, আমি আর নিত‍্যানন্দ তোমাকে প্রেম দিয়ে যাচ্ছি,যত্ন করে এ প্রেম গোপন রেখ,
নরু এই প্রেমের পাত্র। নরু এলে এ প্রেম দিও।পদ্মা জিজ্ঞাসা করলেন, আমি নরুকে চিনব কেমন করে? 
যার স্পর্শে তুমি অধিক উচ্ছল হবে, সেই নরু বা নরোত্তম জানবে।
যাহার পরশে তুমি অধিক উছলিবা।
সেই নরোত্তম,প্রেম তারে তুমি দিবা।।
** কিশোর বয়স্ক নরোত্তম স্বপ্ন দেখলেন নিত‍্যানন্দপ্রভু তাকে বলছেন 
নরোত্তম যাও,পদ্মানদীর স্থানে তোমার জন্যে যে প্রেম গচ্ছিত আছে তাহা নিয়ে এসো।প্রাতঃকালে একাকী 
পদ্মাতীরে চলে এলেন নরোত্তম।স্নান করতে নদীতে নেমেছেন, অমনি পদ্মানদী উচ্ছসিত হয়ে উঠল। তখন পদ্মার শ্রীগৌরাঙ্গের কথা মনে করে নরোত্তমকে গচ্ছিত প্রেম প্রদান করলেন।সেই প্রেম পেয়ে নরোত্তমের গাত্র রঙ পরিবর্তন হয়ে গেল, শ‍্যামবর্ণ
হতে গৌরবর্ণে পরিণত হল। তৎক্ষণাৎ নরোত্তম দাসের মনে হল যে কোন গৌরবর্ণ এক শিশু তার মধ্যে প্রবেশ করেছে। দিন দিনে তাঁর প্রেম ব‍্যাধি বাড়তে লাগল।পরিশেষে গৃহশৃঙ্খল ছিন্ন করিয়া চলে এলেন বৃন্দাবনে।
বৃন্দাবনে আসিয়া নরোত্তম ঠাকুর শ্রীলোকনাথ প্রতি আকৃষ্ট হলেন। বললেন,আমাকে আপনার শ্রীচরণে ঠাঁই দিন।লোকনাথ প্রথমে রাজী হননি, কিন্তু গোপনে সেবা ভক্তির ফলে নরোত্তম গুরুকৃপা প্রাপ্তি হলেন।রঘুনাথ দাস গোস্বামীর মত নরোত্তমও ধনীর দুলাল, কিন্তু অনিহা। অবশেষে নরোত্তম শ্রীগুরুর কৃপা লাভ করলেন। শ্রীলোকনাথ গোস্বামী দীর্ঘ বয়স পর্যন্ত খদির-বনে
(খয়রা গ্রামে) ভজন করতে করতে নিত‍্য লীলায় প্রবেশ করেন। এস্থানে শ্রীযুগলকুন্ড নামে একটি দীঘি আছে।
তারই তীরে শ্রীলোকনাথ গোস্বামীর সমাধি। কথিত আছে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন‍্যচরিতামৃত রচনা করবার সংকল্প নিয়ে শ্রীলোকনাথ গোস্বামীর নিকট আশীর্বাদ,ও অনুমতি এবং উপকরণাদি প্রার্থনা করলে শ্রীলোকনাথ নিজ নাম বা চরিতাদি সম্বন্ধে কিছু বর্ণন করতে নিষেধ করেন।শ্রীমদ্ লোকনাথ গোস্বামী পাদের আজ্ঞা ভঙ্গ হয়,এই ভয়ে শ্রীপাদ কবিরাজ শ্রীচৈতন‍্য চরিতামৃতে তাঁল সম্বন্ধে কিছু লিখেন নাই।শ্রাবণ মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে 
শ্রীলোকনাথ গোস্বামী নিত‍্যলীলায় প্রবিষ্ট হন।
   (ভুল ভ্রান্তি মার্জনীয়) জয় নিতাই।           
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html