🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

১০. ভগবান শ্রীকৃষ্ণ কর্ত্তৃক যমল অর্জুন উদ্ধার লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 🔀 http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁১০. ভগবান শ্রীকৃষ্ণ কর্ত্তৃক যমল অর্জুন উদ্ধার লীলা꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*সর্বকালোচিত গৌরচন্দ্রিকা *
আরে মোর আরে মোর গোরা কাঁচাসোনা।
এতিন ভূবনে যাঁর নাহিক তুলনা ।
প্রেমের মূরতি খানি রসে ঢরঢর।
পুরুব ভাবেতে পহুঁ সদাই বিভোর।।
প্রেম জলে ডুবু ডুবু ও কমল আঁখি।
বাসুদেব ঘোষ দেখে এক পাশে থাকি।।
  জয় নিতাই গৌর হরি হরি হরিবোল।


*মণিগ্রীব ও নলকুবর অভিশাপ*
*মণিগ্রীব ও নলকুবরের পিতার নাম যক্ষপতি কুবের, দুই ভাইয়ের কন্দর্পের সমান রূপ ছিল।* *নিরন্তর নারী সঙ্গে রঙ্গরসে ডুবে থাকত।* *একদিন কৈলাস পর্বতে মন্দাকিনীর সঙ্গে বিহার করছে,তাহাও মদ‍্যপানে চুর হয়ে।* *বেশ কয়েকটি সুন্দরী রমণীর সঙ্গে* *কখনও নৃত‍্যগীত করছে আবার* *বাগানে বিহার করছে।* *সেখানে*  *একটি বড় সরোবর ছিল,সেই* *সরোবরে কমলে ভরে থাকত,* *সেই সরোবরে হস্তিনীর সঙ্গে হস্তি যেমন খেলা করে,* *সেইরূপ দুইজন নারীর সঙ্গে জলে খেলা করছে।* *

*হেনকালে নারদ ঋষি তথায় গেলা।*
*নারী সঙ্গে দুইজন করে জল খেলা।।*
*মুনিবরে দরশন করি নারীগণ।*
*সম্ভ্রমে উঠিয়া শীঘ্র পড়িল বসন।।*
*মদিরা পানেতে মত্ত দুই সহোদর।*
*না উঠিল নয়নে দেখিয়া মুনিবর।।

*দুইভাইয়ের এই ব‍্যবহার দেখে* *নারদমুনি ক্রোধে বলতে লাগলেন,* *ওরে পাপমতি আমাকে দেখেও তোরা আমায় সম্মান দিলি না,* *তোরা যক্ষপতি কুবেরের পুত্র,* *মদ‍্যপানে এতই বিহ্বল হয়েছিস, বিবসন হয়ে আছিস, তোদের দেখে মনে হচ্ছে বৃক্ষের মত।* *

*এতবলি ক্রোধে শাপ দিলেন তখন।*
*হইবি অর্জুন বৃক্ষ তোরা দুইজন।।*
ব্রজপুরে নন্দদ্বারে দুই সহোদর।*
*দেব পরিমাণে রবে শতেক বৎসর।।*

*আমাকে দেখে যখন তোরা সম্মান দিলি না বৃক্ষ হয়ে থাক।* *তখন দুইভাইয়ের নেশা চ‍্যুত হয়ে মুনির চরণতলে পরে ক্ষমা চাইলে মুনি বললেন,* *দ্বাপরযুগে কৃষ্ণের ছোঁয়ায় তোরা শাপমুক্ত হবি।*

*জনম লবেন হরি দৈবকী উদরে।*
*বসুদেব লুকায়ে রাখিবে নন্দ ঘরে।।*
*যবে তোমা কৃষ্ণ দোঁহে পরশ করিবে।*
*সেইদিন দুই জনে নিজ দেহ পাবে।।*
 *🌻অতি সংক্ষেপে এখানেই রইল🌻*

*🌻যমল অর্জুন উদ্ধার লীলা🌻*
        *🌻প্রথম পদ🌻*
*যশোমতী বলে আয় কোরে করি তোরে।*
*কদাচিৎ প্রহার না করিব তোমার।।
*শুনিয়া আসেন কৃষ্ণ অতি ধীরে ধীরে*।
*নিকটে আসিলে নন্দরাণী করে ধরে।।*
*যেমন ভাঙ্গিলি ভান্ড খাইলি নবনী।
*তাহার উচিত শাস্তি দিবরে এখুনি*।।
*শুনিয়া মায়ের বাক‍্য কৃষ্ণ কন তবে।*
*এখনি বলিলে তুমি মোরে না মারিবে।।*
*যশোদা কহেন শুন তোরে না মারিব।*
*দৃঢ়তর করি আজি বান্ধিয়া রাখিব।।*
*কৃষ্ণ ভাবিলেন তবে হয়েছে অহংকার।*
*দেখি মা আমারে বান্ধেন কি প্রকার।।*
*অহঙ্কারে মোরে কেহ নারে বান্ধিবারে।*
*তাহা আজি সাক্ষাতে দেখাব মায়েরে।।*
*ভক্তি-জ্ঞান ডোরে করে আমারে বন্ধন।*
*ভক্তিই সর্বশ্রেষ্ঠ দাস মনোহর কন।।*

*🌻🌻🌻দ্বিতীয় পদ🌻🌻🌻*
*কৃষ্ণে বান্ধিবেন রাণী শুনি এই কথা।*
*গোপীগণ আগমন করি শীঘ্র তথা।।*
*যশোদার কাছে গিয়া বলিলা বচন।*
*আজি কেন নন্দরাণী করিছ এমন।।*
*তাহা শুনি নন্দরাণী কন সবাকারে।*
*আপনার ক্ষতি হলে পার জানিবারে।।*
*সে লাগি আজ কৃষ্ণে রাখিব বান্ধিয়া।*
*যত রজ্জু আছে ঘরে আনত গিয়া।।*
*যশোমতী দড়ি দিয়া বেড়য়ে কাঁকলি।*
*গের দিতে না কুলয় যুগল অঙ্গুলি।।*
*দেখিয়া যশোদা বলে আর আন দড়ি।*
*শুনি গোপীগণ পুন যায় তাড়াতাড়ি।।*
*আনি দিল যশোদার গৃহে যত ছিল।*
*তথাপি যে দু'আঙ্গুল নাহি কুলাইল।।*
*যার ঘরে যত দড়ি ছিল আনি দিল।*
*দাস মনোহর কহে বান্ধিতে নারিল।।*

    *🌻🌻তৃতীয় পদ🌻🌻*
*প্রথমে রাণীর যাহা ছিল তমঃ মনে।*
*বন্ধন করিব আজি আপন নন্দনে।।*
*তমোতে কৃষ্ণে বান্ধা না যায় কদাচিত।*
*যশোমতী ভাবে বসি কি করি বিহিত।।*
*মনে মনে রাণী লাগিল ভাবিতে।*
*কেন কৃষ্ণে নাহি পারি কিছুতে বান্ধিতে।।*
*কৃষ্ণে না বান্ধিতে পারি লজ্জা পেয়ে মনে।*
*চিত্ত সমর্পিল রাণী নারায়ণে।।*
*এত দড়ি গেল তবু না হৈল বন্ধন।*
*যা তোমার ইচ্ছে প্রভু করগে এখন।।*
*আত্ম-নিবেদনা ভক্তি উদয় হইল।*
*কৃপা করি কৃষ্ণ বাঁধা স্বীকার করিল।।*
*দু'অঙ্গুল কম ছিল ক্রমে কুলাইল।*
*মনোহর কহে কৃষ্ণ কৃপা করিল।।*

   *🌻🌻চতুর্থ পদ🌻🌻*
*বন্ধন হৈলে পর বলে নন্দরাণী।*
*আজ তোরে ছাড়িয়া না দিব নীলমণি।।*
*গৃহে আনি বান্ধিয়া রাখিল উদুখলে।*
*বাৎসল‍্যময়ী মা ভালই করিলে।।*
*উদুখলে বান্ধা হরি রহে আঙ্গিনাতে।*
*মনে নলকুবেরে হইল আচম্বিতে।।
*করেতে বন্ধন করি ভকত বৎসল।*
*গৃহকর্মে রত রাণী হয় অতঃপর।।*
*যেমন প্রসন্ন হরি গোপ-গোপীগণে।*
*জগতে এমন ভাগ‍্য পায় কোনজনে।।*
*কমলা বিমলা কিম্বা বিরিঞ্চি শঙ্কর।*
*হেন প্রসন্ন তাঁদিগে নন গদাধর।।*
*উদুখলে বান্ধা কৃষ্ণ করেন রোদন।*
*নেত্রনীরে ভাসিছেন দাস মনোহর।।*

*🌻🌻🌻পঞ্চম পদ🌻🌻🌻*
*উদুখল টানি লয়ে যান ধীরে ধীরে।
*যমলার্জুন বৃক্ষ যথা আছে যেস্থানে।।*
*মণিগ্রীব আর নলকুবর নামেতে।*
*হয়েছে অর্জুন বৃক্ষ নারদ শাপেতে।।*
*দুই মহাবৃক্ষ আছে নন্দঘোষ লাচে।*
*উদুখল সহ হরি গেল তার কাছে।।* 
*মাঝে উদুখল দিয়া করে আকর্ষণ।*
*সমূলে উপাড়ি বৃক্ষ হইল পতন।।*
*দুইবৃক্ষে দুইকর কৃষ্ণ পরশিল।*
*পরশ মাত্রেই বৃক্ষ ভাঙ্গিয়া পড়িল।।*
*বৃক্ষ হতে দুইজন উঠি শীঘ্র গতি।*
*করজোড়ে কৃষ্ণপদে করিল প্রণতি।।*
*দয়াকরি কৃতার্থ করিলে ক্রীয়াহীনে।*
*তোমা বিনা কে মনোহর ভণে।।*
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html