🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩
৫৭. দানলীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
꧁ ৫৭. দানলীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
দানলীলার গৌর চন্দ্রিকার ভাবার্থ:---
গৌরাঙ্গ চান্দের মনে কি ভাব উঠিল।
নদীয়ার মাঝারে গোরা দান সিরজিল।।
কিসের দান চাহে আজু গোরা দ্বিজমণি।
বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী।।
*অদ্য পতিতপাবন গৌরহরি নদীয়ার মাঝে দান লীলা করিবেন বলিয়া ও অতীতের ব্রজ ভাবে ভাবিত হইয়া ব্রজের লীলা প্রকট করিবেন বলিয়া ব্রজের লীলা নদীয়ায় করিলেন, কি লীলা?না দান লীলা।দান কি গো? দান মানে দেওয়া, তাইনা?তো,কি দিবে? কিন্তু এখানে কর(শুল্ক)যেমন দান শব্দের প্রকৃত অর্থ দেওয়া,এই দেওয়া সম্পর্কে কিছু বলি। একটি মানব দেহে দুটি নয়ন, দুটি কর্ণ, দুটি হস্ত, দুটি পদ, একটি মুখ, একটি নাসিকার দুটি বিবর (গর্ত), প্রভৃতি দ্বারা মানব দেহ গঠিত। ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভাগবতে বলছে, ব্রহ্মা কেবলমাত্র দেহ সৃষ্টি করেন,জীব নহে। জীবের জনম জনম কর্মানুযায়ী ফল প্রাপ্ত হয়,আর সেই ফল অনুযায়ী নানা যোনিতে ভ্রমণ করে। সেই কর্মফল প্রদান করেন অনাদির আদি গোবিন্দ।কারণ তিনি সর্ব কারণম্ কারণ। তিনি সর্ব ভূতে বিরাজমান যখন আমরা মাতৃগর্ভে ছিলাম,তখনও শ্রীভগবান মাতৃগর্ভ হইতে আমাদের রক্ষা করেছেন,কারণ মাতৃ জঠর স্বরূপ কারাগারে চরম অস্থিরতার কারণ মাতৃগর্ভ হইতে কতই না ভগবানকে আহ্বান করিয়া, এবং ভগবানের সাক্ষাৎ প্রাপ্ত হইয়া, মাতৃজঠর কারাগার হতে এই পৃথিবীতে নিয়ে এসেছেন শ্রী কৃষ্ণই। এবং তিনি বারংবার একটিকথা বলেছেন,তোরা যদি ভালো থাকতে চাস, সুখে থাকতে চাস, তবে কেবল আমায় মনে রাখিস, তোকে আমি পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠাইলাম দুটি নয়ন, কর্ণ, হস্ত, পদ,একটি মুখ, দিলাম কেন জানিস? এই পূর্ণ কলেবরে কর্মের সহিত আমার নাম, গুণগান,সেবা করবি। আমি তোদের কে মায়িক জগতে পাঠাইলাম যে তোরা তোদের অঙ্গীকার ভুলে যাসনি তো।যদি অঙ্গীকার ভুলে যাস তাহলে কেবল দুঃখ, বেদনা, যন্ত্রণা ছাড়া সুখ কোনদিনও পাবিনা। আমি কর্ণ দিয়েছি আন কথা শ্রবণ করিবার জন্য নহে, আমি নয়ন দিয়েছি কূ দৃষ্টির জন্য নয়,মুখ দিয়েছি আমার নাম, গুণগান করিবার জন্য, হস্ত,দিয়েছি পুষ্প, তুলসী পত্র ইত্যাদি তুলিয়া আমার সেবা
করিবার জন্য, কর্ণ দিয়াছি,ভাগবত শ্রবণ করিবার জন্য,
নয়ন দিয়াছি নয়ন দ্বারা আমার বিগ্রহ দর্শনের মধ্যে স্বরূপ
দর্শন করা।পদ দিয়েছি, পদব্রজে তীর্থ দর্শন করিবার জন্য। যত জীব পৃথিবীতে রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব মানব, এই মানব জনম একমাত্র সফলহবে শ্রী সদ্গুরুর চরণ আশ্রয়
করিয়া গৌর গোবিন্দের ভজনা করা।অন্যথা সকলই ব্যর্থ।তাহলে বুঝা গেল আমাদের এই মানব দেহ তাঁরই দেওয়া। অর্থ্যাৎ শ্রীগোবিন্দের দান। তাই গৌর চাঁদ আমার বেত্র দিয়ে ঘিরে রেখে দান চাইছেন। দেহদান, দেহদান দেহ।
দান দেহ দান দেহ বলি গোরা ডাকে।
নগরের নাগরি সব পড়িল বিপাকে।।
কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান।
সে ভাব পড়িল মনে বাসু ঘোষ গান।।
##দান দেহ,দান দেহ,বা দেহদান দেহদান,বলিয়া পতিত পাবন গৌরসুন্দর দান নেবেন বলিয়া হস্তে বেত্র লইয়া নগরের নাগরি গণকে ঘিরে রেখে আজ দান চাইছেন।পূর্বেই বলেছি দান শব্দে দেওয়া,হয়। কিন্তু আজ গোরা চাঁদ কী দান চাইছেন? এখানে দান শব্দে কর বা শুল্ক বলা হয়েছে, কেমন কর? যেমন পৌরসভা বা পঞ্চায়েত অঞ্চলে একটি বাড়ী বানাতে হইলে সরকারকে কর দিতে হয়,সেটি সরকারের প্রাপ্য,তাইনা? কিন্তু গোরা চাঁদ কোন কর চাইছে গো,একটু তত্বে প্রবেশ করি----আমাদের দেহে আটটি ঘর ও নয়টি ছিদ্র রয়েছে,তাইনা? সেই আটটি ঘর কি গো বলতে পারবে? মস্তকে এক পদ্ম, ২, দুই ভূরুর মাঝে এক পদ্ম,৩, কন্ঠে এক পদ্ম,৪,বক্ষে এক পদ্ম,৫,উদরে এক পদ্ম,৬,নাভি তলপেট দেশে এক পদ্ম,আর ৭, ৮,পায়ু ও উপস্থ। এই আটটি পদ্ম কে বলা হয় আটটি ঘর। আর নব দ্বার-দুটি কর্ণ ছিদ্র,নাসিকা ছিদ্র, চক্ষু ছিদ্র, একটি মুখ ছিদ্র, পায়ু ও উপস্থ একটি করে ছিদ্র মোট নয়টি ছিদ্র। এই আটটি ঘর মানে আটটি পদ্ম কে যোগসাধনার দ্বারা জাগ্রত করতে হবে। আর নব দ্বার এই সকল কার্যক্রম দেওয়া?সবই ভগবানের দেওয়া, তাহলে ভগবান এত সব দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য তাঁকে কর দিতে হবে না?
এবারে বলুন,তারপর পৃথিবীতে যখন এলাম মা,বাবা,পিসি, মাসী, ইত্যাদি সকলকে পেয়ে,যিনি সমস্ত কিছু দিয়ে পাঠাইলেন, নকল পেয়ে আসল ভুলে গেলাম,তাইনা?
নকলের মেতে রইলাম, তার ফল কি হইল,(চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস
কবিরাজ বলেছেন--
*কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ।
অতএব মায়াতারে দেয় সংসার সুখের।।
কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়।
দন্ড জনে রাজা যেন নদীতে চুবায়।।
তাই মহাপ্রভু বললেন, আমি তোমাদের এতকিছু দিয়ে শ্রেষ্ঠ মানব দেহ দিয়ে এই ধরাধামে নিয়ে এলাম,তো আমায় কিছু দিবে না? এই সব কথা শুনে নগরের নাগরিদের চিত্তে সামান্য চেতনা হইল,বলিল মহাপ্রভু- তোমায় দেবার মত আমাদের আর কিছুই নেই, আমার এই দেহ চরমভাবে অপবিত্র, মহাপ্রভু বললেন-
তাহলে মন দাও, নাগরীগণ বললে মন তো আরো অপবিত্র হয়ে গেছে, কেন জানো-কাম, ক্রোধ,লোভ,মদ,মোহ, মাৎসহ্য, অহংকার, বুদ্ধি সব মিলে মিশে যাচ্ছেতাই হয়ে গেছে, মহাপ্রভু বললেন- তাহলে জীবন দাও,নাগরীগণ বললে আমাদের জীবন চরম ভাবে জঘন্য হয়ে গেছে, আমাদের এই জীবন টি ঘেন্নায় ভরা,হে পতিত পাবন গৌর হরি তোমার ঐ পবিত্র চরণে, এই অপবিত্র দেহ,মন, জীবন অর্পণ করা যাবেনা।তখন মহাপ্রভু বললেন,ও নাগরীগণ আমি বুঝতে পারলাম তোমাদের চেতনা ঘটেছে, যাদের চেতনা ঘটে তাঁরা কেবল একবার কৃষ্ণ নাম করিলে তাদের সমস্ত পাপ, অপরাধের অবসান ঘটে,
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
জীবের সাধ্য নাই তত পাপ করে।।
তোমরা মন ও মুখ এক করিয়া কেবল একবার কৃষ্ণ নাম করো,তখন নাগরীগণ বললে,হে পতিত পাবন গৌর হরি, তুমি আমাদের জীবন নিয়ে কি করবে বল? মহাপ্রভু বললেন- জানো, আমার এই একমুখে, এবং দুই কানে কৃষ্ণ নাম বলিয়া ও শ্রবণ করিয়া মন শান্তি
হচ্ছে না,তাই তোমাদের সহস্র সহস্র মুখে কৃষ্ণ নাম শ্রবণ করিয়া আমি আনন্দ লাভ করিব। তাই মহাপ্রভু বললেন, দেহদান দেহদান,দান দেহ দান দেহ।
তারপর মহাপ্রভু সকলকে বললেন, আমি কেবল এই যুগেই নহে, দ্বাপর যুগেও আমি দানী হইয়াছিলাম।
*এখানে বিরাম।
*🌻প্রথম পদ(০১)🌻*
*সকালে গোধন লইয়া,গোঠে গেল বিনোদিয়া,*
*দিয়া শিঙ্গা বেণুর নিশান।*
*গুরুজন আঙ্গিনাতে,না পারিনু বাহির হতে,*
*না হেরিনু সে চাঁদ বয়ান।।*
*কোন পথে গেল শ্যামরায়।*
*যে মোর করিছে মন,প্রাণ করে উচাটন,*
*চাঁদমুখ দেখিলে জুড়ায়।।*
*যশোমতী নন্দঘোষ,তাহারে কি দিব দোষ,*
*গোকুলে গোধন হইল কাল।*
*আমা সবার প্রাণধন,গোকুলের জীবন,*
*গোঠে গেল মদনগোপাল।।*
*চল যাই সেই পথে,পশরা লইয়া মাথে,*
*যেখানে আছেন শ্যামরায়।*
*যদুনাথ দাসে কয়,বিলম্ব নাহিক সয়,*
*তুরিতে গমন কর তাই।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কে যাবে মথুরায় বিকে যাব তার সনে।*
*ভেটিব নাগর কানু সাধ আছে মনে।।*
*পরোক্ষ পরের মুখে শুনি কানু গুণ।*
*শুনিয়া আমার মনে বিন্ধিলেক ঘূণ।।*
*নিতি নিতি অনুরাগে হারাব আপনা।*
*যে হকু সে হকু মুঞি দেখির কেলেসোনা।।*
*অলখে লখিব কানু না দিব পরিচয়।*
*বিচ্ছিন্ন হইয়া যাব গুরুকুলের ভয়।।*
*না পরিব আভরণ না করিব বেশ।*
*তনু আচ্ছাদিয়া লব নিজ নীল বাস।।*
*যদি বা নাগর দিঠে দিঠি পড়ে মোর।*
*রাখিতে নারিব তনু হইব বিভোর*
*তোমরা যতেক সখি মোরে রাখিহ গোপতে।*
*রাধা বলি কানু যেন না পারে লিখিতে।।*
*যদুনাথ দাস বলে এহি মনে লয়।*
*পূর্ণিমার চাঁদ কভু হাত আড়ে রয়*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*অগো বড়িমাই,কহিতে ডরায়,*
*যে মোর মনের দুখ।*
*কারে না কহবি,শপতি হামার,*
*দেখাবি সে চাঁদমুখ।।*
*বাঘিনী মাঝারে,বসতি হামার,*
*না ছাড়ি দীঘল শ্বাস।*
*কি কব বিশেষ,আঙ্গিনা বিদেশ,*
*না পারি নীলিম বাস।।*
*কালার ভরমে,জলদ না হেরি,*
*না যাই যমুনা তটে।*
*পাড়ায় পাড়ায়,সবে কানাকানি,*
*মোর পরিবাদ রটে।।*
*নিন্দুকের মুখে,অনল ভেজাই,*
*যাইব বন্ধুয়া পাশে।*
*যা থাকে কপালে,তাই হবে মোর,*
*কহয়ে উদ্ধব দাসে।।*
*🌻দান লীলা ব্রজ লীলা🌻*
*খেলা রসে ছিল কানাই সুবলের সনে।*
*হেনকালে রাধারে পড়িয়া গেল মনে।।*
*আপনার ধেনু সব সঙ্গিগণে দিয়া*
*রাধা বলি বাজায় বাঁশী ত্রিভঙ্গ হইয়া।।*
*রাধা রাধা বলি কানাই পূরে মোহন বাঁশী।*
*শ্রীরাধিকার কর্ণে তাসা প্রবেশিল আসি।।*
*শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া।*
*বঁধূরে ভেটিতে যায় আপনারে দিয়া।।*
*রায় শেখর কহে এই কথা বটে।*
*চল সবে যাই মোরা যমুনার তটে*
*🌻অনন্তকোটি ব্রহ্মান্ডের অধিপতি শ্রীগোবিন্দের লীলা খেলার অন্ত নাই।* *তিনি কখন যে কি লীলা করবেন তাহা,তাঁর অচিন্ত্যশক্তি অঘটন ঘটন পটীয়সী যোগমায়ার কাছে গচ্ছিত রেখেছেন।* *তিনি ত্রেতা যুগে আদ্যাশক্তি মহামায়াকে কথা দিয়েছিলেন,ওগো মা!তোমার ইচ্ছেতেই আমি আগামীতে ব্রজবৃন্দাবনে যাব এবং তুমি হবে আমার লীলার সহায়কারিনী।* *তাই আজ হয়ত যোগমায়া আমার গোবিন্দের মধ্যে এই লীলা প্রকট করেছেন।* *কোন লীলা গো?* *হ্যাঁ, যমুনার তটে দানলীলা।* *সকল সখার সঙ্গে কানাই মনের সুখে বিনোদ খেলা খেলছিলেন,খেলা খেলতে খেলতে সুবলের বদনের দিকে নজর পড়ায় শ্রীকৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেল।* *মন আর গোচারণে স্থির রইল না,সমস্ত ধেনবৎসগণকে দাদা বলরাম ও সঙ্গিগণকে দিয়া গোচারণ ভূমি হতে একটু আড়ালে চলে গেলেন আর "রাধা রাধা" বলে বেণু বাদন করতে লাগলেন।* *সেই বেণুবাদন শ্রীমতী রাধারাণীর কর্ণে প্রবেশ করল,করা মাত্রই রাইধনি অস্থির হয়ে পড়লেন।* *প্রাণবল্লভকে দর্শন করবার জন্য চঞ্চল হয়ে উঠলেন।* *একেই বলে অনুরাগ।* *ভালবাসার মত ভাল না বাসলে এই অনুরাগ জন্মায়তে পারে না।* *রাধারাণীর প্রবল অনুরাগ লক্ষ্য করে,পদকর্তা শেখর রায় বললেন,সত্যই যদি ভালবাসার মত কেহ যদি ভালবেসে থাকে তাহলে অনন্তকোটি জগতে একমাত্র তুমি,আমার পরম সৌভাগ্য,চল তোমাদের সঙ্গে আমিও যমুনার তটে যাব।*
*মোহন মুরলী রবে,আকুল করিল সবে,*
*আর চিত ধরণে না যায়।*
*চল চল বড়ি মাই,মথুরায় বিকে যাই,*
*দান ছলে ভেটিব কানাই।।*
*চলু বৃষভানু নন্দিনী।*
*আনন্দে আকুল চিত,অঙ্গ ভেল পুলকিত,*
*শুনিয়া গোবিন্দ পথের দানী।*
*সুবর্ণের ভান্ড ভরি,দধি ঘৃত ছানা পুরি,*
*সারি সারি পশরা উপরে।*
*তাহে উড়নী ভালি,বিচিত্র নেতের ফালি,*
*দাসী শিরে ঝলমল করে।।*
*গুরুয়া নিতম্ব ভরে,পা-খানি টলমল করে,*
*যেন মদমত্ত করিনী।*
*লোটন লোটায় পিঠে,কাঁকালি লুকায় মুঠে,*
*তাহে শোভে বিচিত্র কিঙ্কিণী।।*
*মুখে চুয়াইছে ঘাম,যেন মুকুতারি দাম,*
*হেন বুঝি কুমুদের সখা।*
*শীতল তরুর ছায়,রহিয়া রহিয়া যায়,*
*যমুনা কিনারে দিল দেখা।।*
*নাগর আছিল তথি,দেখিয়া সে কুলবতী,*
*দান ছলে আগুলিল আসি।*
*দাস জগন্নাথ কয়,মুখ নিরখিয়া রয়,*
*চকোরে মিলল যেন শশী।।*
*কুমুদের সখা=চন্দ্র, কাঁকালি=মাঝ-কটি।*
*আখর=আজ নতুন ছলে মিলন হল, দান নিতে ধেয়ে এলো,নতুন ছলে মিলন হল।*
*কানুর হৃদয়ে ইচ্ছা জাগিল,নতুন ছলে ধেয়ে এলো।*
*অপরূপা শ্রীমতীর সনে,নতুন ছলে ধেয়ে এলো।*
*(শ্রীমতীর মনে জেগেছে ভয়,আসলে সে তো ভয় নয়, শ্রীমতীর মনে জেগেছে ভয়।)* *আসলে প্রেমের হচ্ছে উদয়,শ্রীমতীর মনে জেগেছে ভয়।* *শ্রীমতী যেন দেখাইছে, ভয় পাবার ভাব করিছে,শ্রীমতী যেন দেখাইছে।* *যে জন্য অপরূপ সেজেছে,তাই তো সে পেয়ে গেছে,* *নইলে সাজা বৃথা হত,কানুরে যদি না দেখিত,তাহলে সাজ বৃথা হত।* *যমুনার তীরে দোঁহার মিলন,অপরূপ ভূমিকায়,যমুনার তীরে দোঁহার মিলন।*
*শ্রীকৃষ্ণ বলছেন*
*কোথা যাও গোয়ালিনী কোথা তোমার ঘর।*
*কিসের পশরা দাসীর মাথার উপর।।*
*শ্রীমতী রাধা বলছেন*
*দধি দুগ্ধ ঘৃত ঘোল পশরা আমার*
*কে তুমি তোমার বোলে উলাব পশার।।*
*(উলাব=নামাব।পশরা=দোকান।)*
*শ্রীকৃষ্ণ বলছেন*
*ঘাটের ঘাটিয়াল আমি পথে মহাদানী।*
*আজি দান দিতে হবে শুন বিনোদিনী।।*
*ভরম লইয়া থাক না কহিও কথা।*
*উচিত কহিলে মনে পাবে বড় ব্যথা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*হেন রূপে কেন যাও মথুরার দিকে।*
*বিষম রাজার ভয় ঠেকিবা বিপাকে।।*
*দিনকর কিরণে মলিন মুখখানি।*
*হেরিয়া হেরিয়া মোর বিকল পরাণী।।*
*বসিয়া তরুর তলে করহ বিশ্রাম।*
*শ্রম জলবিন্দু যেন মুকুতার দাম।।*
*বংশীবদনে কহে শুনহে নাগর।*
*বুঝিলাম তুলে বট রসিক নাগর।।*
*🌻রসিক নাগর চতুরের শিরোমণি রাইধনিকে বলছেন,ওগো!এই মথুরার রাজা ঠিক নেই,তোমার মত সুন্দরী নারী দেখলে জোড়কোরে নিয়ে যাবে,তোমার এইভাবে এইদিকে আসা উচিত হয়নি।* *আহা-হা এই দুপুরবেলা রবির কিরণে তোমার সুন্দর মুখখানি ঘেমে একাকার হয়ে গেছে গো।* *তোমার মুখের দিকে তাকিয়ে মন বড় খারাপ লাগছে,আর পথে হেঁট না যাও বৃক্ষের তলে বসে বিশ্রাম কর।* *ওহ্,তোমার দেখে মনে হচ্ছে যেন মুক্তা ঝরছে গো?*
*তোমায় দেখে আমার বড়ই কষ্ট হচ্ছে।* *পদকর্তা বংশীবদন বলছেন* *এত কথা শুনে আমি বুঝতে পারলাম তুমি রসিক ঘাটোয়াল বটে।*
*ছুঁওনা ছুঁওনা নিলাজ কানাই,*
*আমরা পরের নারী।*
*পর পুরুষের পরশে সচেলে স্নান করি।।*
*গিরি গিয়া যদি,গৌরী আরাধহ,*
*পান কর কনক ধূমে।*
*কাম সাগরে,কামনা করহ,*
*বেণী বদরিকাশ্রমে।।*
*সূর্য্য উপরাগে,সহস্র সুন্দরী,*
*ব্রাহ্মণে করহ সাথ।*
*তবু হয় নয়,তোমার শকতি,*
*রাই অঙ্গে দিতে হাত।।*
*গোবিন্দ দাসের,বচন মানহ,*
*না কর এমন ঢং।*
*যোই সো নাগরী,ও রসে আগরী,*
*করহ তাকর সঙ্গ
*রসিক নাগরের কথা শুনে শ্রীমতীরাইধনি বলছেন,*
*ওহে কানাই ঘনায়ে ঘনায়ে আইস কাছে।*
*সোনার বরণ মোর,দেখি হইয়ছ ভোর,*
*ভরমে পরশ কর পাছে।।*
*আমরা ত কুলবতী,তুমি সে রাখাল জাতি,*
*কি কহিতে কি কহ না জানি।*
*বামনেতে চাঁদ যেন,ধরিতে করয়ে মন,*
*সেই দেখি তোমার কাহিনী।।*
*সঘনে ঢুলাও মাথা,শুনিয়া না শুন কথা,*
*পসারি আসিছ দুটি বাহু।*
*না বুঝিয়া কর বল,পাইবা তাহার ফল,*
*তখন কথা না শুনিবে কেহু।।*
*শুনিয়া কহয়ে দানী,শুন শুন বিনোদিনী,*
*না পারিবে আমারে বঞ্চিতে।*
*বিকি না ছাড়িবে তুমি,আমি ত পথের দানী,*
*নিতুই ঠেকিবে মোর হাতে।।*
*আখর=শ্রীমতী মধুর ছল করিছে,কানাইকে দূরে যেতে বলিছে,শ্রীমতী মধুর ছল করিছে।*
*যেন কানাইকে না চাহিছে,শ্রীমতী মধুর ছল করিছে।*
*বামণ চাঁদে হাত দিতেছে,শ্রীমতী মধুর ছল করিছে।*
*উত্তরে কানাই তারে বলিছে, রোজ আসতে হবে দানীর কাছে,* *উত্তরে কানাই তারে বলিছে।*
*দুইজনেই রসের আলাপ করিছে, শ্রীমতী মধুর ছল করিছে।* *শ্রীমতী যেন অতি দূরে,যাঁরে নয়নে দেখলে মূর্ছা পড়ে,শ্রীমতী মধুর ছল করিছে।*
*🌻সচেল=বস্ত্র সহিতে, গৌরী আরাধহ=গৌরীর উপাসনা কর,*
*কনক ধূম=কঠোর তপস্যা,*
*🌼শ্রীমতী ব্যঙ্গ করে বলছেন "হে দানী" আমায় ছুঁওনা,কারণ,আমি পরের নারী,তোমার কি এমন সাধনা আছে,যাতে তুমি আমার অঙ্গ স্পর্শ করতে পার?* *তুমি পর্বতে নির্জন জায়গায় বসে গৌরীদেবীর সাধনা কর,আর যদি অগ্নির পাঁচটি শিখা,তাহার মধ্যে শিখার ধূম পান করতে পার,সূর্য্যগ্রহণ কালে সহস্র সুন্দরী কন্যা ব্রাহ্মণকে দান করতে পার,তবুও আমাকে স্পর্শ করবার ক্ষমতা তোমার হবে না।*
*আখর=শ্রীকৃষ্ণ আজ গরবিনী,শ্রীকৃষ্ণ তারে করেন কামনা,শ্রীমতী আজ তাই গরবিনী।* *তাই,মধুর বচনে বলেন,শ্রীকৃষ্ণ তারে পরশিতে নারেন,তাই আজ গরবিনী।* *গৌরীদেবীর আরাধনাতেও,সফল হবে না তাঁর কামনা, সফল হবে না তাঁর কামনা।* *কনক ধূম পান করিলেও,সফল হবে না তাঁর কামনা।* *বদরিকাশ্রমে সাধনা করিলেও,সফল হবে না তাঁর কামনা।* *সূর্য্যগ্রহণে সহস্র কন্যা দান করিলেও,সফল হবে না তাঁর কামনা।* *শ্রেষ্ঠা নারী শ্রীমতী লভিতে,সফল হবে না তাঁর কামনা।* *রাই ধনি শ্রেষ্ঠা ধনি,শ্রীমতী তাই আজ গরবিনী।*
*তোহারী হৃদয়,বেণী বদরিকাশ্রম,*
*উন্নত কুচগিরি জোর।*
*সুন্দর বদন ছবি,কনক ধূম পিবি,*
*ততহি তপত জীউ মোর।।*
*সুন্দরী,তুহুক নিয়ড় অব ছোড়ি।*
*গৌরী আরাধনে,কাহা চলি যাওব,*
*তুঁহু সে তিরিথময়ী গোরী।।*
*মৃগমদ বিন্দু,সিন্দুর পরশন,*
*এহি সূরযগ্রহ জান।*
*তুয়া নখ পদে,দ্বিজরাজহি সোঁপলু,*
*সুন্দরী সহস্র পরাণ।।*
*কাম সাগরে হাম,সহজই নিমগন,*
*কাম পূরবি তুহু রাই।*
*শ্যামর বলি অব,চরণে না ঠেলবি,*
*গোবিন্দ দাস মুখ চাই।।*
*🌻রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণচন্দ্র,শ্রীমতীরাধারাণীর ব্যঙ্গোক্তি শুনে বলছেন যে,ও সুন্দরী রাইধনি!আমাকে অন্য কোথাও যেতে হবে না।* *এখানেই সকল কিছু রয়েছে।* *ওগো!তোমার হৃদয়ই বদরিকাশ্রম,যুগল গিরিও রয়েছে, কনক ধূম পান করাও কষ্টকর নহে।* *তোমার ললাটের সিন্দুর বিন্দুর সঙ্গে মৃগমদ স্পর্শ হয়েছে।* *এই তো সূর্য্যগ্রহণ হয়েছে।* *আমাকে তোমরা বহবল্লভ বল, অতএব আমি বহু রমণীর প্রাণ স্বরূপ।* *ওগো রাইধনি!তোমার পদ নখচন্দ্রে আমি আমাকে সমর্পণ করলাম, আমাকে কালো বলে চরণে ঠেলিও না,আমার কামনা তুমিই পূর্ণ করবে।*
*আখর=শ্রীকৃষ্ণের বচনে রসের পরশ,রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ।* *অপরূপ বাচন রঙ্গ,রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ।* *মনের মত জবাব দিলেন,গরবিনীর গরব ভাঙ্গিতে,মনের মত জবাব দিলেন।* *শ্রীমতীই সাক্ষাৎ গৌরী,কমলা স্বয়ং যার অংশের অংশ,শ্রীমতীই সাক্ষাৎ গৌরী।* *হ্লাদিনীর শক্তির বিকাশ,শ্রীমতীই সাক্ষাৎ গৌরী।* *শ্রীমতীর হৃদয় বদরিকাশ্রম,শ্রীমতীই সাক্ষাৎ গৌরী।* *শ্রীমতীর ললাটে সূর্য্যগ্রহণ,শ্রীমতীই সাক্ষাৎ গৌরী।* *শ্রীমতীর বচনের উচিত উত্তর শ্রীকৃষ্ণই তো দিতে জানেন। তিনিই তো পরমপুরুষ,বিশ্বজগৎ সব প্রকৃতি,তিনিই তো পরমপুরুষ।*
*কাহ্নাই,কোন গুণে বিহি তোমায় দানি করেছে।*
*দানি করেছে,দানি করেছে,দানি করেছে,তোমায় ঘাটিয়ালি দিয়াছে*।
*রূপেতে ভ্রমরা,গুণে ননী চোরা,*
*ধনে ঐ ধবলী বসতি গাছে।।*
*জিনি পোড়া কাষ্ঠ,তোমার বরণ উৎকৃষ্ট,বচন সুমিষ্ট জানা আছে।*
*জাতিতে গোয়াল,চড়াও ধেনু পাল,* *স্বভাব রাখাল,কভু না ঘুচে।।*
*বনে বনে ধাও,ধবলী হাঁকাও,আপনি রাজা হও,রাখাল মাঝে।।*
*তুমি হয়ে বামন,তোমার স্বভাব কেমন,হাত বাড়াইলে রাই সোনার গাছে।*
*********************************
*অগো বড়াই মানা কর তোর রাখালে যেন ছুএনা।*
*তোর দানি যা চায় আমি তাই দিব ছুএনা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼মিলন🌼*
*রাই মুখ হেরি মুখরা কহে।*
*এত কি আমার পরাণে সহে।।*
*রাখাল হইয়া ছুঁইতে চায়।*
*অব কি করব নাহি উপায়।।*
*এত বলি সবে ধাইয়া চলে।*
*নিকুঞ্জে রাই লুকায় ছলে।।*
*দানি অবসর বুঝিয়া কাজে।*
*লুকাই যাইয়া নিকুঞ্জ মাঝে।।*
*রাই কানু তাহা দরশ পাই।*
*রহে দুঁহু দোঁহা বদন চায়।।*
*প্রতি অঙ্গে দানি লইল দান।*
*রতি রতিপতি মূরতি মান।।*
*যে ছিল মানস পূরল আশ।*
*আনন্দে মগন শেখর দাস।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মোহন বিজন বনে,দূরে গেল সখীগণে,*
*একলা রহিলা ধনি রাই।*
*দুটি আঁখি ছলছলে,চরণকমল তলে,*
*কানু আসি পড়ল লোটাই।।*
*বিনোদিনী জনম সফল ভেল মোর।*
*তোমা হেন গুণনিধি,পথে আনি দিল বিধি,*
*আজুক সুখের নাহি ওর।।*
*রবির কিরণ পাইছে,চাঁদমুখ ঘামিয়াছে,*
*মুখর মঞ্জীর দুটি পায়।*
*হিয়ার উপরে রাখি,জুড়াব তাপিত আঁখি,*
*চন্দনে চর্চিত করি গায়।।*
*এতেক মিনতি করি,রাইয়ের করে ধরি,*
*বসাওল নিজ পীতবাসে।*
*নির্জনে দোঁহার সনে,মিলন নিকুঞ্জ বনে,*
*মনে মনে হাসে বংশী দাসে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*রাধামাধব নীপমূলে।*
*কেলিকলা রস দান ছলে।।*
*দুঁহে দোঁহা দরশই নয়ন বিভঙ্গ।*
*পুলকে পূরল তনু জরজর অঙ্গ।।*
*দূরে গেল সখীগণ সহিত বড়াই।*
*একলা পাইয়া কানু লুটই রাই।।*
*দুঁহে দোঁহা হেরইতে ভোর।*
*চাঁদে মিলল যনু লূবধ চকোর।।*
*দুঁহুজন হৃদয়ে মদন পরকাশ।*
*সখীগণ হেরিদূরে বাড়ল উল্লাস।।*
*ভূজে ভূজ বেড়া দোঁহার বয়ানে বয়ান।*
*কমরে মধূপ জনু হইল মিলন।।*
*দুঁহু অধরামৃত দুঁহু করু পান।*
*নিজ অঙ্গ দিল রাই ঘন রস দান।।*
*মিলল দুঁহুজন পূরল আশ।*
*আনন্দে শিহরই গোবিন্দ দাস।।*
*🌻শ্রীমতী রাধারাণী ও শ্রীকৃষ্ণের মনের ভাব জেনে বুঝে বড়াইবুড়ি সখীগণ নিয়ে দূরে পালিয়ে গেলেন।* *শুধু রাধাকৃষ্ণ দুইজনে নীপমূলে বসে রইলেন।*
*🌻দান লীলা এখানেই রইল।🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-
শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 👇👇🙏👇👇 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 দ্বিতীয় ভাগ ꧂ পদ - পদাবলী 🙏 গৌরচন্দ্রিকা 🙏 ব্যাখ্যা ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/krishna.html ✧═══════════•❁❀❁•═══════════✧ সুধী ভক্তবৃন্দ যে লীলা অধ্যায়নের করতে চান নিম্নে লিংকের উপর ক্লিক করুন 👇👇👇 ✧═══════════•❁❀❁•═════...
শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শিবরাত্রি ব্রতকথা ꧂ শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓ শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓ শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_54.html ✧═══════════•❁❀❁•═══════════✧ পুরাক...
ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ꧂ https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *বিবেক বৈরাগ্য দিয়া দু'গলুই করিল।* *ধৈর্য্য তাহার উপর দাঁড়া করিল।।* *আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল।* *লালসার পাতান লোহা তাহাতে গড়িল।।* *নববিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল।* *সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল।।* *মন রূপী পাল তাহে উড়াইয়া দিল। *সাধুসঙ্গ কাণি দড়ি চৌদিকে আঁটিল।।* নৌকা গঠন তত্ব দ্বারা।---------------- শ্রী গোবিন্দ আমার সখাদের সঙ্গে গো-চারণ করিতে করিতে সেই কথা মনে পড়েছে, কোন কথা,গোলোক বৃন্দাবনের কথা, ভাই সুবলকে ডেকে বললেন,ওরে ভাই সুবল সখা, আজ আমি যমুন...
🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html
👉 মতানুসারে 👉 https://drive.google.com/file/d/1lS0aV1XBKbzRfve110-R6hJEsX3JHoMQ/view?usp=drivesdk ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ 🔘👉🏠Home🏠 🔘👉📝সূচীপত্র📝 🔘👉📚PDF গ্রন্থ📚 🔘👉✉️WhatsApp Chanel✉️ 🔘👉Apps 🔘👉🌐Google Drive🌐 🔘👉 শ্রীশ্রীরাধাকান্ত মঠ🚩শ্রীশ্রীগৌর গম্ভীরা🐚শ্রীধাম পুরী🐚 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীগিরিগোবর্ধন 🙇 🔘👉 🗓️ ব্রত তালিকা 🗓️ শ্রীরাধাকুণ্ড 🙇 🔘👉🖼️ধর্মীয় চিত্রপট🖼️ 🔘 👉 📝শ্রী জয়দেব দাঁ📝 🔘👉📝শ্রী গোপীশরণ দাস📝 🔘👉📝শ্রী দীপ বাগুই📝 🔘👉 🎶শ্রীমতী কুঞ্জশ্রী দাশগুপ্ত🎶 🔘👉📝শ্রী মৃন্ময় নন্দী📝 ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✧ ══════════•❁❀🙇❀❁•══════════✧ ✧══════════•❁❀🙇❀❁•══════════✧ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *শচীসুতাষ্টকম্ ✍️ শ্রীশ্রী সার্বভৌম ভট্টাচার্য্য বিরচিতং 🙏 সংগৃহীত 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📝 এই লিংকে ক্লিক করুন* 👉 http://mrinmoynandy.bl...
শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ...
মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ৪২. ব্রহ্মা এবং মহেশ্বর যাঁর আরাধনা করেন 🙇 মনোশিক্ষা🙏 দ্বিতীয় ভাগ🙏শ্রী প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *(৪২)🔥🔥মনো শিক্ষা 🔥🔥* •••••••••••••••••••••••••••••••••••••• *ওরে মন! বিচারিয়া দেখ না হৃদয়* *ধনে জনে যত আর্তি,বাড়ে বই নহে নিবৃত্তি,* *হরি-পদে হৈলে কি না হয়।।* *যা ভাবিলে হবে নাই,তাই ভেবে কাট আই,* *ভাবিলে যে পাও তা না কর।* *লক্ষকোটি যার ধন,সে কি পায় এক মণ,* *বুঝি কেনে ধৈরয না ধর।।* *খাওয়া পরা ভাল চাও,তাই কি ভাবিলে পাও,* *পূর্ব-জন্মার্জিত সেই পাবে।* *কার ধন চিরস্থায়ী,না গণ'আপন আই,* *কত কাল তুমি বা বাঁচিবে।।* *অজ ভব ভবে যাঁরে,কি মদে পাসর তাঁরে,* *"হরি" ভুলি জীয় কোন্ কাজে।* *"হরিনাম"যাতে নাই,সে বদনে পড়ুক ছাই,* *সে মুখ সে দেখায় কোন্ লাজে।।* *...
বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═════...
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🙏 প্রথম ভাগ ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉❀꧁👇 🏠Home Page🏠👇 ꧂❀┅••••* 👉 MrinmoyNandy.blogspot.com 👉 Boisnob.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/09/pdf_22.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html 👉...
*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্* ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 🌐 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚 🌐 https://MrinmoyNandy.blogspot.com ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂ এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_23.html ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂ ✧═══════════•❁❀❁•═══════════✧ *নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।* *পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।* = = = = = = = = = = = = = = = = = *মুলানুবাদ=হে রসবিশেষভাবনা-চতুর রসিক ভক্তগণ!শুকমুনির মুখনির্গলিত দেব-কল্পতরুর শ্রীমদ্ভাগবত নামক পরমানন্দরসময় ফল সাধনকাল হতে মোক্ষক...
শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম্য ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html ✧═══════════•❁❀❁•═══════════✧ 🏠Home Page🏠 ⬇️⬇️🙏⬇️⬇️ 📚PDF গ্রন্থ📚 ꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ https://Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂ ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂ এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন http://mrinmoynandy.blogspot.com/2022/10/home-page-pdf-httpsmrinmoynandy_25.html ✧═══════════•❁❀❁•═══════════✧ *শ্রীআমলকী একাদশী ব্রতের মাহ...