🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       ꧁ শিবরাত্রি ব্রতকথা 
শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓
শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓
শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
পুরাকালের কথা তখন কৈলাশশিখরে শিব-পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাঁদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব-পার্বতী।

একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, স্বামী , আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ-দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সর্বাধিক সন্তুষ্ট হন?

হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথীর ঘোর অমাবস্যা রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। 

যদি কোন ভক্ত উপবাস করেন এবং গঙ্গা জল, বিল্বপত্র সহিত আমার আরাধনা করেন তাহাতে আমি সর্বাধিক সন্তুষ্ট হই। তিনি আরও বলেন, ব্রতপালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে।

হে দেবী, এই হল আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে নানা যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোল কলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয়।

শিব পার্বতীকে আরও বলেন, এবার শিবচতুদর্শী তিথির মাহাত্ম বলছি, শোন শিবমহাপুরাণ অনুসারে, বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু  জীবহত্যা করে বেড়াত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে , অনেক পশু পাখি শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল। কিছুদূর আসতেই রাত্রি হয়ে গেল। ফলে সে জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। ঘোর অমাবস্যা রাতে হীংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়, ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল, সেই গাছটি ছিল বেলগাছ। আর সেই গাছের নিচে ছিল শিবলিঙ্গ । ব্যাধ গাছে নড়ে-চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি বেলপাতা খসে পড়লো ব্যাধের শরীর স্পর্শ করে ঐ শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে এলো। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে আসে, অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে আসে । আর আমার দূতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। "এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে।" জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন,ধর্মরাজ, এতে কোন সন্দেহই নেই যে ঐ ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে। কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। শিব পার্বতীকে আরও বলেলেন, এই হল শিবরাত্রিব্রতের মাহাত্ম। শিবের কথা শুনে হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন এবং শিবরাত্রিব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তাঁরা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এ ভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল।
শিবরাত্রি জগতের সর্বজনের করা উচিৎ।
🙏 অতি সংক্ষেপে বর্ণিত 🙏

শিব পঞ্চাক্ষর মন্ত্র:
ঔঁ নমঃ শিবায়।

শিব ধ‍্যান মন্ত্র:
ঔঁ ধ‍্যায়েন্নিত‍্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং।
রত্নাকল্পোজ্জ্বলাং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।।
পদ্মাসীনং সমন্তাৎস্তমমরগণৈব‍্যাঘ্রকৃওিং বাসানং।
বিশ্বাদ‍্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।। 

শিব প্রনাম মন্ত্র:
ঔঁ নমস্তভ‍্যাং বিরূপাক্ষ নমস্তে দিব‍্যচক্ষুসে।
নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ।।
নমস্ত্রিশূলহস্তায় দন্ড পাসাশিপাণয়ে।
নমস্ত্রৈলোক‍্য নাথায় ভূতানং পতয়ে নমঃ।।
নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিং পরমেশ্বর।।
পুংসামপূর্নকামানং কামনারামমীশ্বরম্।

শিব স্নান মন্ত্র :
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে।
মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।।

শিব পুস্পাঞ্জলী মন্ত্র:
ঔঁ নমো শিবায় 
এষসচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলী।
নমোঃ শিবায় নমঃ।।

মহা মৃত‍্যুঞ্জয় মন্ত্র:
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

শিব রুদ্র মন্ত্র:
ঔঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ।

শিব গায়েত্রী মন্ত্র:
ঔঁ তৎপুরুষায়া বিদমহে;
মহাদেবায়া ধীমাহী;
তন্নো রুদ্রায় প্রচোদয়াৎ।।

বৈষ্ণব চুরামনি মহেশ্বরের ১০৮ নাম:-
১)শিব- কল্যাণ স্বরূপ 

২) মহেশ্বর- মায়ার অধীশ্বর

৩) শম্ভু- আনন্দ স্বরূপ যাঁর

৪) পিনাকী- পিনাক অর্থাৎ ধনুক ধারণ করেছেন যিনি

৫) শশীশেখর- মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি

৬) বামদেব- অত্যন্ত সুন্দর স্বরূপ যাঁর

৭) বিরূপাক্ষ- বিচিত্র চোখ যাঁর (শিব ত্রিনেত্রের অধিকারী)

৮) কপর্দী- জটাধারণ করেছেন যিনি

৯) নীললোহিত- নীল ও লাল বর্ণ যাঁর

১০) শংকর- সবার কল্যাণ করেন যিনি

১১) শূলপাণি- হাতে ত্রিশূল যাঁর

১২) খটবাঙ্গি- খাটিয়ায় একটি পা রাখেন যিনি

১৪) বিষ্ণুবল্লভ- বিষ্ণুর অতিপ্রিয়

১৫) শিপিবিষ্ট- সিতুহায়ে প্রবেশ করেন যিনি

১৫) অম্বিকানাথ- দেবী দূর্গার স্বামী

১৬) শ্রীকণ্ঠ- সুন্দর কণ্ঠ যাঁর

১৭) ভক্তবৎসল- ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি

১৮) ভব- সংসার রূপে প্রকট হন যিনি

১৯) শর্ব- কষ্ট নষ্ট করেন যিনি

২০) ত্রিলোকেশ- তিন লোকের যিনি প্রভু

২১) শিতিকণ্ঠ- সাদা কণ্ঠ যাঁর

২২) শিবাপ্রিয়- পার্বতীর প্রিয়

২৩) উগ্র- অত্যন্ত উগ্র রূপ যাঁর

২৪) কপালী- কপাল ধারণ করেন যিনি

২৫) কামারী- কামদেবের শত্রু, অন্ধকারকে পরাজিত করেছেন যিনি

২৬) সুরসুদন- দৈত্য অন্ধককে যিনি বধ করেছেন

২৭) গঙ্গাধর- যিনি গঙ্গাকে ধারণ করেছেন

২৮) ললাটাক্ষ- ললাটে চোখ যাঁর

২৯) মহাকাল- কালেরও কাল যিনি

৩০) কৃপানিধি- করুণার সাগর

৩১) ভীম- ভয়ঙ্কর রূপ যাঁর

৩২) পরশুহস্ত- হাতে পরশু ধারণ করেছেন যিনি

৩৩) মৃগপাণি- হাতে যিনি হরিণ ধারণ করেছেন

৩৪) জটাধর- জটা রেখেছেন যিনি

৩৫) কৈলাসবাসী- কৈলাসের নিবাসী

৩৬) কবচী- কবচ ধারণ করেছেন যিনি

৩৭) কঠোর- অত্যন্ত মজবুত দেহ যাঁর

৩৮) ত্রিপুরান্তক- ত্রিপুরাসুরকে বধ করেছেন যিনি

৩৯) বৃষাঙ্ক- বৃষ চিহ্নের ধ্বজা রয়েছে যাঁর

৪০) বৃষভারূঢ়- বৃষের উপরে সওয়ার যিনি

৪১) ভস্মোদ্ধুলিতবিগ্রহ- সারা শরীরে ভস্ম লাগান যিনি

৪২) সামপ্রিয়- সামগানের প্রেমী

৪৩) স্বরময়ী- সাতটি স্বরে যাঁর নিবাস

৪৪) ত্রয়ীমূর্তি- বেদরূপী বিগ্রহ করেন যিনি

৪৫) অনীশ্বর- যিনি স্বয়ং সকলের প্রভু

৪৬) সর্বজ্ঞ- যিনি সব কিছু জানেন

৪৭) পরমাত্মা- সব আত্মায় সর্বোচ্চ

৪৮) সোমসূর্যাগ্নিলোচন- চন্দ্র, সূর্য ও অগ্নিরূপী চোখ যাঁর

৪৯) হবি- আহূতি রূপী দ্রব্যের মতো

৫০) যজ্ঞময়- যজ্ঞস্বরূপ যিনি

৫১) সোম- উমা-সহ রূপ যাঁর

৫২) পঞ্চবক্ত্র- পঞ্চ মুখ যাঁর

৫৩) সদাশিব- নিত্য কল্যাণ রূপী

৫৪) বিশ্বেশ্বর- সমগ্র বিশ্বের ঈশ্বর

৫৫) বীরভদ্র- বীর হওয়া সত্ত্বেও শান্ত স্বরূপ যাঁর

৫৬) গণনাথ- গণদের স্বামী

৫৭) প্রজাপতি- প্রজার পালনকর্তা

৫৮) হিরণ্যরেতা- স্বর্ণ তেজ যাঁর

৫৯) দুর্ধর্ষ- কারও চাপের কাছে নত হন না যিনি

৬০) গিরীশ- পর্বতের স্বামী

৬১) গিরীশ্বর- কৈলাস পর্বতে শয়ন করেন যিনি

৬২) অনঘ- পাপরহিত

৬৩) ভুজঙ্গভূষণ- সাপের আভুষণ ধারণ করেন যিনি

৬৪) ভর্গ- পাপনাশক

৬৫) গিরিধন্বা- মেরু পর্বতকে যিনি ধনুক বানিয়েছেন

৬৬) গিরিপ্রিয়- পর্বত প্রেমী

৬৭) কৃত্তিবাসা- গজচর্ম পরিধান করেছেন যিনি

৬৮) পুরারাতি- পুরদের বিনাশ করেছেন যিনি

৬৯) ভগবান- সর্বসমর্থ ঐশ্বর্য সম্পন্ন

৭০) প্রমথাধিপ- প্রমথগণের অধিপতি

৭১) মৃত্যুঞ্জয়- মৃত্যুকে জয় করেছেন যিনি

৭২) সূক্ষ্মতনু- সূক্ষ্ম শরীর যাঁর

৭৩) জগদ্ব্যাপী- জগতে ব্যাপ্ত বাস যাঁর

৭৪) জগদ্গুরু- জগতের গুরু

৭৫) ব্যোমকেশ- আকাশের মতো চুল যাঁর

৭৬) মহাসেনজনক- কার্তিকেয়র পিতা

৭৭) চারুবিক্রম- সুন্দর পরাক্রম যাঁর

৭৮) রুদ্র- ভয়ানক

৭৯ ভূতপতি- ভূতপ্রেত বা পঞ্চভূতের অধিপতি

৮০) স্থাণু- স্পন্দন বিহিন কূটস্থ রূপ যাঁর

৮১) অহির্বুধ্ন্য- কুণ্ডলিনী ধারণ করেছেন যিনি

৮২) দিগম্বর- নগ্ন, আকাশরূপী বস্ত্র ধারণকারী

৮৩) অষ্টমূর্তি- আটটি রূপ আছে যাঁর

৮৪) অনেকাত্মা- অনেক রূপ ধারণ করতে পারেন যিনি

৮৫) সাত্বিক- সত্ব গুণ যাঁর

৮৬) শুদ্ধবিগ্রহ- শুদ্ধমূর্তি 

৮৭) শাশ্বত- নিত্য থাকেন যিনি

৮৮) খণ্ডপরশু- ভাঙা পরশু ধারণ করেছেন যিনি

৮৯) অজ- জন্ম রহিত

৯০) পাশবিমোচন- বন্ধন থেকে মুক্ত করেন যিনি

৯১) মৃড- সুখস্বরূপ যাঁর

৯২) পশুপতি- পশুদের অধিপতি

৯৩) দেব- স্বয়ং প্রকাশরূপ যিনি

৯৪) মহাদেব- দেবতাদেরও দেবতা

৯৫) অব্যয়- খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যাঁর

৯৬) হরি- বিষ্ণুস্বরূপ

৯৭) পূষদন্তভিৎ- পূষার দন্ত যিনি উপড়ে ফেলেছিলেন

৯৮) অব্যগ্র- কখনও ব্যথিত হন না যিনি

৯৯) দক্ষাধ্বরহর- দক্ষের যজ্ঞ নষ্ট করেছিলেন যিনি

১০০) হর- পাপ ও তাপ হরণ করেন যিনি

১০১) ভগনেত্রভিদ্- ভগ দেবতার চোখ নষ্ট করেছিলেন যিনি

১০২) অব্যক্ত- ইন্দ্রিয়ের সামনে প্রকট হন না যিনি

১০৩) সহস্রাক্ষ- হাজারটি চোখ যাঁর

১০৪) সহস্রপাদ- হাজার পদ বিশিষ্ট

১০৫) অপবর্গপ্রদ- কৈবল্য মোক্ষ দান করেন যিনি

১০৬) অনন্ত- দেশকালবস্তু রূপী পরিছেদ রহিত

১০৭) তারক- সবার তারণ করেন যিনি

১০৮) পরমেশ্বর- সর্বাধিক পরম ঈশ্বর যিনি

 🙏 সংগৃহীত 🙏 

✧═══════════•❁❀❁•═══════════✧

    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html