🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
         *🙏শ্রীশ্রীনামব্রহ্ম🙏*
          ‼‼‼‼‼

*🔅কূর্ম্মপুরাণে নামের পরম পাবনত্ব সম্বন্ধে লিখিত হয়েছে, যথা------*

*🌷বসন্তি যানি কোটিস্তু পাবনানি মহীতলে।*
*🌷ন তানি তৎতুলাং যান্তি কৃষ্ণনামানুকীর্তনে।।*

*🌻পৃথিবীতে যে সব কোটি কোটি পবিত্রতাজনক বস্তু আছেন, কৃষ্ণনামের সঙ্গে তাঁদের তুলনাই হয় না।*

*🔆বৃহদ্বিষ্ণু-পুরাণে লেখা আছে--*

*🌷নাম্নোহস‍্য যাবতীশক্তিঃ পাপনির্হরণে হরেঃ।*
*🌷তাবৎকর্ত্তুং ন শক্নোতি পাতকং পাতকী জনঃ।।*

*🌻শ্রীহরির এই নামের পাপ-উন্মূলনে (পাপ-সমূলে উচ্ছেদে) যে পরিমাণ শক্তি আছে, কোনও পাপী নিরন্তর বা সবসময় পাপ করলেও সে পরিমাণে পাপ করতে পারে না।পাপের পাপাপেক্ষা শ্রীভগবানের পাপ-বিনাশন-শক্তি অত‍্যন্ত বেশী।*

*🌷একবার কৃষ্ণনামে যত পাপ হরে।*
*পাতকীর শক্তি নাই তত পাপ করে।।*

*🌹ইতিহাসোত্তমে-----*
*🌷শ্বাদোহপি নহি শক্নোতি কর্ত্তুং পাপানি যত্নতঃ।*
*🌷তাবন্তি যাবতীশক্তি বিষ্ণোনাম্নোহশুভক্ষয়ে।।*

*🌻হরিনামের অশুভক্ষয়ে যত শক্তি আছে,নিরন্তর বা সবসময় কুকুরের মাংস ভক্ষণকারী অতীব অন্ত‍্যজ (নীচবংশ) জাতি অতি যত্ন করেও তত পরিমাণে পাপ করতে পারে না।*

*🌺সর্বকালের জন্য সামান‍্যতঃ নামের অশেষ পাপ-উন্মূলন শক্তি লিখে এখন বিশেষভাবে কলিকালের জন্য লেখা হচ্ছে।এই কলিকাল অতি ভীষণ।এই কালে লোকগণ দুস্তর (পার হওয়া দুঃসাধ‍্য এমন)নানান পাপগুলির বিষময় ফলে নিরন্তর ব‍্যাকুল--- অন‍্যান‍্য যুগে মুক্তিলাভের যে সব সাধনা ছিল, কলিহত জীবগণের তাওও দুরধিগম‍্য (অতি কষ্টে আয়ত্ত করা যায় এমন বা দুর্লভ)।অতএব এদের আর অন‍্য গতি নাই।কেবল প্রভাব-বিশেষ-প্রকটন-পরায়ণ শ্রীকৃষ্ণনাম-কীর্তনের দ্বারাই যে কলিহত জীবগণের অশেষ পাপ উন্মূলন (সমূলে উচ্ছেদ) হয়, শাস্ত্রকারগণ তারও প্রমাণ প্রর্শন করেছেন। যথা স্কান্দে-----*

*🌷তন্নাস্তি কর্ম্মজং লোকে বাগজং মানসমেব বা।*
*🌷যন্ন ক্ষপয়তে পাপং কলৌ গোবিন্দ-কীর্ত্তনাৎ।।*

*🌻কর্মজ,কথাজাত ও মানস এমন কোনও পাপ নাই যা এই দুরন্ত কলিকালে গোবিন্দ কীর্তন দ্বারা বিনষ্ট না হয়।*

*🌺বিষ্ণোধর্মোত্তরে----*

*🌷শমায়ালম্ জলং বহ্নে স্তমসো ভাস্করোদয়ে।*
*🌷শান্ত‍্যৈ কলেরঘৌঘস‍্য নামসঙ্কীর্তনং হরেঃ।।*

*🌻যেমন আগুন নিভানোর জন্য জলের প্রয়োজন, যেমন অন্ধকার দূর করবার জন্য সূর্য‍্যদয়ের দরকার, তেমনি কলিকালের সর্বপ্রকার পাপ-নাশের জন্য একমাত্র হরিনাম-সংকীর্তনই একমাত্র সম্বল।*

*🌳এই দুরন্ত কলিতে সর্ব-সাধনা অপেক্ষা এই নাম-সঙ্কীর্তনেরই প্রাধান‍্য স্বীকৃত হয়েছে।*

*🌷নাম্নাং হরেঃ কীর্তনতঃ প্রযাতি,*
*🌷সংসারপারং দুরিতৌঘ-মুক্তঃ।*
*🌷নরঃ স সত‍্যং কলিদোষ-জন্ম-,*
*🌷পাপং নিহন্ত‍্যাশু কিমত্র চিত্রম্।।*

*🌻নিত‍্য মহাপাপে রত হলেও একমাত্র নাম সঙ্কীর্তনের প্রভাবে পাপরাশি বিমুক্ত হয়ে মহাপাপীও যখন সংসার যন্ত্রণা হতে বিমুক্ত হয়,এই নাম প্রভাবে কলিদোষজাত পাপ যে বিনষ্ট হবে তাতে আর বিস্ময়ের বিষয় কি আছে?*
⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
         *🔆শ্রীশ্রীনামব্রহ্ম🔆*
          ☆☆☆☆☆☆☆
*☢ব্রহ্মান্ড পুরাণে-----*

*🌷পরাক-চন্দ্রায়ণ-তপ্ত কৃচ্ছৈ,*
*🌷র্ন দেহি-শুদ্ধির্ভবতীহ তাদৃক্।*
*🌷কলৌ সর্ব্বকৃন্মাধব-কীর্তনেন,*
*🌷গোবিন্দ-নাম্না ভবতীহ যাদৃক্।।*

*🌹এই কলিকালে একবার মাত্র "গোবিন্দ" এই নাম দ্বারা মাধবের সঙ্কীর্তন করলে দেহীদের পাপ হতে যেরকম শুদ্ধি ঘটে, পরাকব্রত,চান্দ্রায়ণ ও তপ্তকৃচ্ছ্র গুলির অনুষ্ঠানে সেইরকম শুদ্ধি হয় না।*
*🔵পরাকব্রত,তপ্তকৃচ্ছ্রব্রত ও চান্দ্রায়ণ ব্রত সম্বন্ধে অত্রি সংহিতায় বিধান এইরকম---*
*🌷একৈকং বর্দ্ধয়েন্নিত‍্যং শুক্লে কৃষ্ণে চ হ্রাসয়েৎ।*
*🌷অমাবস‍্যাং ন ভুঞ্জিত এষ চন্দ্রায়ণো বিধিঃ।।*

*🌻শুক্লপক্ষের প্রতিপদে একগ্রাস ভোজন করে শুক্ল দ্বিতীয়া হতে পূর্ণিমা পর্য‍্যন্ত এক এক গ্রাস বাড়াবে আবার কৃষ্ণপক্ষের প্রতিপদ হতে এক এক গ্রাস কমিয়ে অমাবস‍্যার দিন উপবাস করবে, এটিই চান্দ্রায়ণ বিধি।*
*🛑দ্বাদশাহোপবাসেন পরাকঃ পরকীর্ত্তিতঃ।*
*🌻দ্বাদশদিন ক্রমাগত উপবাসে পরাকব্রত সিদ্ধ হয়।*
*🌷ত্র‍্যহ মুষ্ণং পিত্র‍্যেদাপস্ত্র‍্যমুষ্ণ পিবেৎ পয়ঃ,*
*🌷ত্র‍্যহ মুষ্ণং ঘৃতং পীত্বা বায়ুভক্ষো দিনত্রয়ম্।*
*🌷ষট্ পলানি পিবেদাপ স্ত্রিপলন্তু পয়ঃ পিবেৎ,*
*🌷পলমেকন্তু বৈ সর্পি স্তপ্তকৃচ্ছং বিধীয়তে।।*
                       *(১২২ শ্লোক)*
                                              
*🌹তিনদিন ছয়পল (পল= ২৪ সেকেন্ড বা মুহূর্তে) পরিমিত উষ্ণজল,তিনদিন তিনপল পরিমিত উষ্ণ দুধ, তিনদিন একপল পরিমিত উষ্ণঘৃত পান করবে, তার পরে তিনদিন বায়ু ভক্ষণ করে থাকলে তপ্তকৃচ্ছ নামক ব্রতানুষ্ঠান হয়।*

*🌳ব্রহ্মান্ড পুরাণের এই পদ‍্যে জানা যায় কলিকালে গোবিন্দ নামের মাহাত্ম্যই বেশী।শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তিবিলাসের টীকাতে লিখেছেন----*
*🛑সকৃৎ যৎ মাধবস‍্য কীর্তনম্।*
*🛑তচ্চ গোবিন্দেতি নাম্না ইতি কলৌ "গোবিন্দ" নাম-মাহাত্ম‍্য‍মভিপ্রেতম্।*
*🛑যদ্বা গোবিন্দেতি নাম মাত্রেণেতি কীর্তনস‍্য বাহুল‍্যং বিবিধত্বঞ্চ পরিহৃতমিতিদিক্।*
*🌻একবার "গোবিন্দ" নামে মাধবের কীর্তনে এই কলিকালে যথেষ্ট ফললাভ হয়।অথবা বহুল কীর্তন ও নানান কীর্তনেরও তেমন প্রয়োজন হয় না।*
*🌻গোবিন্দ নাম মাত্রেই দেহীদের শুদ্ধি সম্পাদিত হয় ; কীর্তনের বাহুল ও বিবিধত্ব ইহা দ্বারা পরিহৃত হল।অর্থ‍্যাৎ কেবল গোবিন্দ গোবিন্দ এইরকম নাম উচ্চারণ করলেই দেহিশুদ্ধি সংঘটিত হয়।অর্থ‍্যাৎ জীবাত্ম শুদ্ধ হন।*
*🌻শ্রীহরিনামে যে সর্বপাপ উন্মূলিত বা সমূলে উচ্ছেদ হয়,এই সব প্রমাণ বচন দ্বারা তা প্রতিপন্ন (প্রমাণ সিদ্ধ) করে এক্ষণে নাম কীর্তনের দ্বারা যে নিজকুল ও সঙ্গীজন পর্য‍্যন্ত পবিত্র হয়,তারই আলোচনা করা হচ্ছে। তত্রৈব------*
*🌷মহাপাতকযুক্তোহপি কীর্ত্তয়ন্ননিশং হরিং।*
*🌷শুদ্ধান্তকরণো ভূত্বা জায়তে পংক্তি-পাবনঃ।।*

*🌻মহাপাতকযুক্ত অর্থ‍্যাৎ মহাপাপে জর্জরিত ব‍্যক্তিও যদি সর্বদা হরিনাম করেন,তাহলে খুব তাড়াতাড়ি তাঁর অন্তঃকরণ বিশুদ্ধ হয়, এবং তিনি পংক্তিপাবন হন।*
*🛑লঘু ভাগবতে-----*
*🌷গোবিন্দেতি মুদাযুক্তঃ কীর্ত্তয়েদ্ যস্ত্বনন‍্যধীঃ,*
*🌷পাবনেন চ ধন‍্যেন তেনেয়ং পৃথিবী ধৃতা।*
*🌻যিনি একমনে সানন্দচিত্তে গোবিন্দনাম কীর্তন করেন, সেই পরমপবিত্র ধন‍্যপুরুষ এই পৃথিবীকে ধারণ করেন। হরিভক্তি-সুধোদয়ে-----*
*🌷ন চৈবমেকং বক্তারং জিহ্বা রক্ষতি বৈষ্ণবী।*
*🌷আশ্রাব‍্য ভগবৎ-খ‍্যাতিং জগৎ কৃৎস্নং পুনাতি হি।।*
*🌻বৈষ্ণবী জিহ্বা যে কেবল একমাত্র বক্তাকে রক্ষা করেন তা নয়,ইনি ভগবৎ নাম বা ভগবৎ নামাত্মিকা কীর্তি শুনিয়ে সমগ্র জগৎকে পবিত্র করেন।*
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
              *শ্রীশ্রীনামব্রহ্ম*
               """""""""""""""""""

*🍀শ্রীভাগবতের দশম স্কন্ধে=*

*🌷যন্নাম গৃহ্নন্ নিখিলান্ শ্রোতৃনাত্মন মেবাং।*
*🌷সদ‍্যঃ পুনাতি কিং ভূয়স্তস‍্য স্পৃষ্টঃ পদাত্বি তে।।*

*🌻যাঁর নাম গ্রহণ করতে করতে লোক নিজেকে এবং নিখিল (সমস্ত)শ্রোতৃবৃন্দকে (শ্রবণকারীকে)সদ‍্য সদ‍্য পবিত্র করতে পারেন সেইরকম যে তুমি, সেই তোমার শ্রীচরণের স্পর্শ পেলে আর কথা কি?*

*🛑নরসিংহ পুরাণে প্রহ্লাদের উক্তি এই যে ---*

*🌷তে সন্তঃ সর্বভূতানাং নিরুপাধিকবান্ধবাঃ।*
*🌷যে নৃসিংহ ভবন্নাম গায়ন্ত‍্যুচ্চৈ র্মুদান্বিতাঃ।।*

*🙏হে নৃসিংহ!যাঁরা আনন্দিত চিত্তে উচ্চকন্ঠে বা খুব জোরে জোরে তোমার নাম উচ্চারণ করেন,তাঁরাই সাধু,তাঁরাই সর্বজীবের অকপট স্বার্থশূন‍্য বন্ধু।*

*✳সর্বব‍্যাধি বিনাশ করে, বৃহন্নারদীয় ভগবত্তোম্ প্রসঙ্গে-----*

*🌷অচ‍্যুতানন্দগোবিন্দনামোচ্চারণ-ভীষিতাঃ।
*🌷নশ‍্যতি সকলা রোগাঃ সত‍্যং সত‍্যং বদাম‍্যহম্।।*

*🌻অচ‍্যুত অর্থ‍্যাৎ অক্ষয়,অব‍্যয়,অবিনাশী, লয় বা ক্ষয় নেই, শ্রীকৃষ্ণ,আনন্দ-গোবিন্দ নাম উচ্চারণ শুনিলে ভীত হয়ে রোগ সব নষ্ট হয়, এটি সত‍্য সত‍্য বলছি।*

*🌹পরাশর সংহিতায় শাম্ব প্রতি ব‍্যাস বলছেন-----*

*🌷ন শাম্ব ব‍্যাধিজং দুঃখং হেয়ং নান‍্যৌষধৈরপি।*
*🌷হরিনামৌষধং পীত্বা ব‍্যাধিস্ত‍্যাজ‍্যো ন সংশয়ঃ।।*

*🌻হে শাম্ব! অন‍্যান‍্য ঔষধ দ্বারা ব‍্যাধি দূরীভূত হয় না, কিন্তু হরিনামরূপ মহৌষধে সব ব‍্যাধি নিশ্চয় দূরীভূত হয়।*

*🌷আধয়ো ব‍্যাধয়ো যস‍্য স্মরণান্নাম-কীর্ত্তনাৎ।*
*🌷তদৈব বিলয়ং যান্তি তমনন্তং নমাম‍্যহম্।।(স্কান্দে)*

*🌻যাঁর নাম স্মরণে ও কীর্তনে,দেহরোগ ও মানসিক রোগে সদ‍্য সদ‍্য (তখনই তখনই)বিনষ্ট হয়,সেই অনন্ত দেবকে নমস্কার করি।*

*🔵বহ্নিপুরাণে--------*

*🌷মহাব‍্যাধিসমাচ্ছন্নো রাজবাধোপপীড়িতঃ।*
*🌷নারায়ণেতি সঙ্কীর্ত্ত‍্য নিরাতঙ্কো ভবেন্নরঃ।।*

*🌻মহাব‍্যাধি সমাচ্ছন্ন,(কঠিন কোন বড় রোগে ঘিরে ধরেছে, ও রাজবাধায় উৎপীড়িত মানুষ "নারায়ণ" এই নাম সংকীর্তন করে নিরাতঙ্ক হয়।*

*🌹সর্বদুঃখ উপশম বৃহদ্বিষ্ণু পুরাণে--*

*🌷সর্ব রোগোপশমনং সর্বোপদ্রবনাশনম্।*
*🌷শান্তিদং সর্বরিষ্টানাং হরের্নামানুকীর্তনম্।।*

*🌻সদাসর্বদা হরিনাম কীর্তন করলে সর্বরোগ ও সর্ব-উপদ্রব বিনষ্ট হয়।এই হরিনাম সর্বপ্রকার অরিষ্টের (মঙ্গলের) শান্তিদায়ক।*

*🛑শ্রীভাগবতে দ্বাদশ স্কন্ধে---*
*🌷সঙ্কীর্ত্ত‍্যমানো ভগবাননন্তঃ,*
*🌷শ্রুতানুভাবো ব‍্যসনং হি পুংসাম্।*
*🌷প্রবিশ‍্য চিত্তং বিধুনোত‍্যশেষং,*
*🌷যথা তমোহর্কোহভ্রমিবাতিবাতঃ।।*
*🌻শ্রীভগবানের সংকীর্তন হলে অথবা তাঁর অনুভাব বা মাহাত্ম্য শুনিলে তিনি স্বয়ং জনগণের চিত্তে প্রবেশ করে সূর্য‍্য যেমন অন্ধকার নাশ করেন অথবা মহাবাত (ভীষণ ঝড় বা বাতাস) যেমন মেঘ গুলিকে উড়িয়ে লয়,তদ্রূপ জনসাধারণে অশেষ অশুভ বিনষ্ট করে। এস্থলে "শ্রতানুভাব"এই পদটির একটি অর্থ এই যে শ্রুত (শোনা) হয়েছে অনুভাব (মাহাত্ম‍্য)যাঁর,এমন যে শ্রীভগবান।আর এক অর্থ এই যে এই ভগবান কে? না, শ্রুত হয়েছে অনুভাব যার ; তাঁর মাহাত্ম্যটি কি! না,পূতনাদি মুক্তি প্রদান প্রভৃতি অতি চমৎকার লীলা।এমন যে চিত্ত চমৎকারী লীলাকারী শ্রীভগবান তাঁর নাম কীর্তন করলে তিনি অন্তরে প্রবেশ করে অশেষ পাপ বিনষ্ট করেন।সূর্য‍্য যেমন গিরি গুহার অন্ধকার বিনষ্ট করেন, তিনিও তেমনি নিখিল (সমস্ত)পাপ বিনাশ করেন।এ দৃষ্টান্তেও পরিতোষ না হওয়ায় আর একটি দৃষ্টান্ত এই যে অতিবাত (ঝঞ্জা বায়ু বা বাতাস)যেমন মেঘগুলিকে উড়িয়ে নিয়ে বিনাশ করে ফেলে, সেইরকম শ্রীগোবিন্দ নাম কীর্তন হলে পাপরাশি বিনষ্ট হয়।*
♻♻♻♻♻♻✳♻♻♻♻♻♻
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*
               *************
*🌻বিষ্ণু ধর্মোত্তরে-------*

*🌷আর্ত্তা বিষণ্ণাঃ শিথিলাশ্চ ভীতা,*
*🌷ঘোরেষু চ ব‍্যাধিষু বর্ত্তমানাঃ।*
*🌷সঙ্কীর্ত্ত‍্য নারায়ণ শব্দমেকম্,*
*বিমুক্তদুঃখাঃ সুখিনো ভবন্তি।।*

*🌻যারা বিষ ভক্ষণাদি দ্বারা ব‍্যাকুল,দারিদ্র‍্য-দুঃখে নিপীড়িত (অত‍্যাচারিত) এবং ভগ্নাঙ্গ (দুঃখে অবসন্ন বা হতাশ)শত্রু ভয়ে ভীত এবং ঘোরতর ব‍্যাধিগ্রস্ত, তাঁরা "নারায়ণ" একমাত্র এই শব্দ উচ্চারণ করে সব দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করে ও সুখী হয়ে থাকে।*

*🌷কীর্তনাদেব দেবস‍্য বিষ্ণোরমিত তেজসঃ।*
*🌷যক্ষ-রাক্ষস-বেতাল-ভূতপ্রেত-বিধায়কাঃ।।*
*🌷ডাকিন‍্যো বিদ্রবন্তিস্ম যে তথান‍্যেচ হিংসকাঃ।*
*🌷সর্ব্বানর্থহরঃ তস‍্য নাম সঙ্কীর্তনং স্মৃতম্।।*
*🌷নাম সঙ্কীর্তনং কৃত্বা ক্ষুৎতৃটপ্রস্খলিতাদিষু।*
*🌷বিয়োগং শীঘ্র মাপ্নোতি সর্ব্বানর্থৈন সংশয়ঃ।।*

*🌻অমিততেজা (সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত‍্যধিক শক্তিশালী )বিষ্ণুর নাম-কীর্তন মাত্রেই যক্ষ,রাক্ষস,ভূত,প্রেত,বেতাল,বিনায়ক ডাকিনী প্রভৃতি হিংসকগণ খুব তাড়াতাড়ি বহু বহুদূরে পলায়ন করে।শ্রীভগবানের নাম-কীর্তন, সর্বঅনর্থ নিবৃত্ত(অবসান) হয়।ক্ষুধায়,তৃষ্ণায় ও পতনাদিতে (দুর্দশাদিতে) হরিনাম কীর্তন করলে অনর্থ(অমঙ্গল,অশুভ) দূর হয়।*

*🌹পদ্মপুরাণে দেবহূতি স্তুতিতে----*

*🌷মোহানলোল্লসজ্জ্বালাজ্বলল্লোকেষু সর্বদা।*
*🌷যন্নামাম্ভোধরচ্ছায়াং প্রবিষ্টো নৈব দহ‍্যতে।।*

*🌻অজ্ঞান রূপ অনলের নিত‍্য পরিবর্দ্ধনশালিনী শিখায় বিশ্ব-সংসার প্রতি নিয়তই জ্বলে মরছে, কিন্তু ভগবানের নাম-রূপ বারিধর মেঘের শীতল ছায়ায় প্রবেশ হলে আর সে জ্বালার ভয় থাকে না। মোহ শব্দের অর্থ "অজ্ঞান" ; অর্থ‍্যাৎ গৃহাদি বিষয়ক মমতা।এই মন তাই অনল বা আগুনরূপ।আর এই আগুনেই সংসারের লোক নিরন্তর বা সবসময় দগ্ধ হচ্ছে বা পুড়ছে।"বিষয়ের বিষানলে নিরবধি হিয়া জ্বলে জুড়াইতে না কৈনু উপায়"।ইহার একমাত্র উপায় ভগবানের নাম রূপ বারিবর্ষি মেঘের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করা।*
*🌹ইতিপূর্বে বা এর আগে কলির পাপ-হরণ কি ভাবে হবে এই সম্বন্ধেই আলোচিত হয়েছে।এক্ষণেকলির পাপ-কার্য‍্য-কারণাদির অখিল (সমস্ত) পরিকরও যে শ্রীভগবানের নাম গ্রহণে বিনষ্ট হয় তার প্রমাণ বচন লেখা হচ্ছে।*
*🌻কলিতে বহু সমস‍্যা আসবে=*

*🌷কলি-কাল-কুসর্পস‍্য তীক্ষ্ণ দংষ্ট্রস‍্য মা ভয়ম্।*
*🌷গোবিন্দ নাম-দাবেন দগ্ধো যাস‍্যতি ভস্মতাম্।।*

*🌻সুতীক্ষ্ণ বিষদাঁত কলিরূপ কাল সাপের আর ভয় নাই। শ্রীগোবিন্দ নাম গ্রহণ করলেই সেটি যে কেবল পুড়ে যায় তা নয়,একেবারেই ভস্মীভূত বা ছাই হয়ে যায়।*

*🛑বৃহন্নারদীয় কলিধর্ম প্রসঙ্গে--*

*🌷হরি-নামপরা যে চ ঘোরে কলি যুগে নরাঃ।*
*🌷ত এব কৃত কৃত‍্যাশ্চ ন কলির্বাধতে হি তান্।।*
*🌷হরে কেশব গোবিন্দ বাসুদেব জগন্ময়।*
*🌷ইতীরয়ন্তি যে নিত‍্যং ন হি তান্ বাধতে কলিঃ।।*

*♻এই ঘোর কলিযুগে যে সব মানুষ হরিনাম-পরায়ণ হন তাঁরাই কৃতকৃত‍্য বা কর্তব‍্যকর্মে সফল।কলি তাদেরকে দুঃখ দিতে পারে না। হে জগন্ময়!হে হরে কেশব গোবিন্দ বাসুদেব ইত্যাদি নাম যাঁরা গ্রহণ করেন কলি তাঁদেরকে কোনভাবেই দুঃখ দিতে পারে না।*

*✳বিষ্ণু ধর্মোত্তরে পায়---*

*🌷যেহহর্নিশং জগৎধাতুর্বাসু দেবস‍্য কীর্তনম্।*
*🌷কুর্ব্বন্তি তান্ নরব‍্যাঘ্র ন কলির্বাধতে নরান্।।*

*🌺এতদ্বারা নামের পাপ-বিনাশিনী শক্তির প্রমাণ দিয়ে এক্ষণে বতর্মান পাপ-ফল ভোগাদি হতেও যে শ্রীনাম রক্ষা করেন,দুইটি শ্লোকে তার প্রমাণ দেওয়া হচ্ছে----*

*🔆নারকি-উদ্ধার----নৃসিংহ পুরাণে---*

*🌷যথা যথা হরের্নাম কীর্ত্তয়ন্তিস্ম নারকাঃ।*
*🌷তথা তথা হরৌ ভক্তি মুদবহন্তো দিবং যযুঃ।।*
*🛑এস্থলে নারকাঃ পদের অর্থ নরকবর্তী মানুষগুলি ; এবং "দিব"পদের অর্থ বিষ্ণুলোক ; স্বর্গ নহে।নরসিংহ পুরাণে এই নরকোদ্ধার প্রসঙ্গ বর্ণিত হয়েছে।ধর্মরাজের কাছে নারকীরা নাম-মাহাত্ম‍্য শুনেছিলেন এবং শ্রীনারদ তাঁদেরকে নাম কীর্তন-উপদেশ প্রদান করেছিলেন।তাঁর ফলে নারকীগণ নাম কীর্তন করতে করতে অত‍্যন্ত সুখ লাভ করে বৈকুন্ঠে গমন করেছিলেন।*
                   *🍀ক্রমাগত🍀*
🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৫)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
              *শ্রীশ্রীনামব্রহ্ম*
              *************

*🌻ইতিহাসোত্তমে=*

*🌷নরকে পচ‍্যমানানাং নরানাং পাপকর্ম্মাণাম্।*
*🌷মুক্তিঃ সঞ্জায়তে তস্মাৎ নাম সঙ্কীর্ত্তনাৎ হরেঃ।।*

*🌻নরকে পঁচে পঁচে মরছে পাপীরাও নাম কীর্তনে নরক হতে মুক্তিলাভ করেন। এস্থলে "তস্মাৎ" পদের অর্থ নরক হতে।*

*♻প্রারব্ধ বিনাশিত্ব,(প্রারব্ধ=পূর্ব জন্মার্জিত কর্মফল)।*

*🌹শ্রীনামের একটি অসাধারণ শক্তি। এই যে ইহাতে প্রারব্ধ-কর্ম -শক্তিও বিনষ্ট হয়ে যায়।যথা শ্রীভাগবতে ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ‍্যানে।*

*🌷নাতঃ পরং কর্মনিবন্ধকৃন্তনং,*
*🌷মুমুক্ষূণাং তীর্থপদানুকীর্তনাৎ,*
*🌷ন যৎ পুনঃ কর্মসু সজ্জতে মনঃ,*
*🌷রজস্তমোভ‍্যাং কলিলং ততোহন‍্যথা।*

*🌻তীর্থপদ শ্রীভগবানের নামানুকীর্তন ছাড়া অন‍্য কিছুই মুমুক্ষদের (মোক্ষলাভের ইচ্ছুকদের)কর্মনিবন্ধ কর্তনের উপায় নহে।নামকীর্তন ছাড়া অপরাপর (অন‍্যান‍্য)প্রায়শ্চিত্ত দ্বারা পাপের তেমন উপশম(শান্তি) হয় না।রজো ও তমোগুণের দ্বারা যে মন ময়লা হয়ে থাকে,তা এই নামকীর্তনের প্রভাবে পুনরায় কর্মে আসক্ত হয় না।*
*🍀আগে বলা হয়েছে শ্রীভগবানের নাম দুষ্প্রারব্ধ-নিবর্ত্তক।এই শ্লোক এবং আরও তিনটি শ্লোক দ্বারা এই সিদ্ধান্ত সংস্থাপিত হয়েছে।মূল শ্লোকে লিখিত আছে শ্রীভগবানের নামানুকীর্তন "কর্মনিবন্ধ-নিকৃন্তন"।কর্মনিবন্ধ-নিকৃন্তন পদে "অশেষ প্রারব্ধ কর্মচ্ছেদন" (পূর্ব জন্মার্জিত কর্মফলের মধ্যে যদি কুপ্রভাব বা চরম অপরাধ হয়ে থাকে তাহলে একমাত্র নামকীর্তনের মাধ‍্যমে তা ছেদন হয় )এই অর্থই উপলব্ধ হয়। তথাপি অখিল বা সমস্ত প্রারব্ধ-ক্ষয় এই অর্থে এখানে গৃহীত হতে পারে না।কেন না,নিখিল বা সমস্ত প্রারব্ধকর্মক্ষয়ে দেহপাত অবশ‍্যম্ভাবী। তাহলে ভগবদ্ ভক্তজন উপযোগী দেহের অভাবে ভগবদ্ভক্তজনও অসম্ভব হয়ে পড়ে। সুতরাং এস্থলে সেটির অর্থ দুষ্প্রারব্ধ ক্ষয়ই বুঝতে হবে।অতএব নাম শ্রুতি ভাষ‍্যে লিখিত আছে, কোন স্থরে কোন কোন উপাসকে প্রারব্ধ-কর্ম-নির্বতকত্ব উপাসকের ইচ্ছা বশতঃই হয়ে থাকে। (নিবর্তক=নিবারক),অন‍্যথা অজামিলাদির সম্বন্ধে বিরোধ ঘটে।অথবা এরকম অর্থও হতে পারে যে রোগাদি বিলাপন (রোগ হলে যে কষ্ট শোক) ও নারকী উদ্ধার পর্যন্ত যে সব প্রমাণ দেওয়া হয়েছে তাতে দুষ্প্রারব্ধ ক্ষয় পর্যন্ত লিখে এক্ষণে সর্বপ্রারব্ধ-ক্ষপন সম্বন্ধে লিখিত হচ্ছে --অশেষ প্রারব্ধ-ক্ষয়ে দেহপাত হলেও নাম-সংকীর্তন-প্রভাবে নিত‍্য প্রলয়াদির প্রণালী অনুসারে তখনও ভগবদ্ভক্তজনের জন্য তৎযোগ‍্য দেহান্তর প্রাপ্তি সংঘটিত হয়।কিংবা এমনও হতে পারে যে সদ‍্যজাত ভগবদ্ভক্তজনোচিত গুণ-বিশেষ-প্রাপ্তি দ্বারা পূর্ব দেহই নবীন ভাব প্রাপ্ত হয়।এরকম দৃষ্টান্তেরও অভাব নাই।যেমন শ্রীধ্রুবের পরম পদারোহণ-সময়ে নিজের পূর্বদেহই ভগবৎপার্ষদোচিত-দেহ-গুণযুক্ত হয়ে ভিন্নবৎ প্রতিভাত(উজ্জ্বলরূপে প্রকাশ) হয়েছিল।"বিভ্রৎ রূপং হিরণ্ময়ম্" এই স্থলে স্বামীপাদ এসম্বন্ধে অতি সুব‍্যাখ‍্যা করেছেন।অতঃপরে লিখিত আছে "সুরবৎ ভাসকো নরঃ" এই উক্তিও এস্থলে সুসঙ্গত।দেহের এইরকম পরিবর্তন সম্বন্ধে পাশ্চাত্ত‍্য বৈজ্ঞানিক প্রমাণ অনেক অনেক দেখা যায়।*
*🍀বহিঃ সুখ দুঃখজনকপ্রারব্ধ ক্ষীণ হলেও কারও কারও দেহাদিতে কিঞ্চিৎ বাহ‍্য সুখ দুঃখ দেখা যায়, সেটি কেবল ভক্তিমাহাত্ম‍্য-গোপনের জন্যই ভগবৎ কর্তৃক বা ভক্ত কর্তৃক আত্মগোপনেচ্ছা-জাত।*
*🍀ফলনোন্মুখ কর্মকেই প্রারব্ধ বলা হয়।এই প্রারব্ধ দুই প্রকার--,একপ্রকার--প্রারব্ধ বতর্মান দেহোপভোগ‍্য ; দুই, শরীরান্তরোপভোগ‍্য। যেমন শ্রীভরতের মৃগশরীর ধারণ।এ সম্বন্ধে শ্রীভাগবতে স্বয়ং বাদরায়ণই সিদ্ধান্ত করে লিখেছেন।ভরত স্বকীয় প্রারব্ধ-কর্ম-স্বরূপ মৃগদারক ব‍্যপদেশ-প্রভাবে প্রারব্ধ কর্ম মৃগশিশুরূপে তাঁর কাছে উপস্থিত হয়ে তাঁকে যোগপথ হতে বিভ্রষ্ট করেছিল। "নাতঃপরং" এই শ্লোকটি বতর্মান শরীরভোগ‍্য প্রারব্ধ নাশ করার উদাহরণ, কিন্তু শ্রীভগবানের নামের এমনই মহিমা যে সেটি কেবল বতর্মান শরীরভোগ‍্য প্রারব্ধের বিনাশক নহে,শরীরান্তরে অবশ‍্যভোগ‍্য প্রারব্ধেরও বিনাশক।শ্রীভগবানের নামে অশেষ প্রারব্ধ নষ্ট হয়। যথা শ্রীমদ্ভাগবতে দ্বাদশে---*
*🌷যন্নামধেয় ম্রিয়মাণ আতুরঃ,*
*🌷পতন্ স্মরন্ বা বিবশো গৃণন্ পুমান্,*
*🌷বিমুক্তকর্ম্মার্গল উত্তমাং গতিং,*
*🌷প্রাপ্নোতি যক্ষ‍্যন্তি ন তং কলৌ জনাঃ।*

*🌻এই কলিকালের এমনই মাহাত্ম্য যে পতনোন্মুখ আসন্নমৃত‍্যু আতুর অবশ ভাবেও যাঁর নাম কীর্তন করলে বা কোনরকমে যার নাম নিলে কর্মবন্ধন হতে মুক্তিলাভ করে অতি সদগতি লাভ করে, এই কলিযুগে জনগণ কি তাঁর অর্চনা করবে না? একটি শ্লোকে "কর্মনিবন্ধ" আর একটি শ্লোকে "কর্মার্গল" এই দুইটি পদ ব‍্যবহৃত হওয়ায় ঐ কর্ম যে অবশ‍্য ভোগ‍্য তাইই জানা যাচ্ছে।যে কর্ম অবশ‍্য ভোগ‍্য,তা প্রারব্ধ কর্ম।যেহেতু প্রারব্ধ কর্মছাড়া অন‍্যান‍্য কর্ম যে অবশ‍্য ভোগ করতে হবে এমন নিয়ম নাই।আগের শ্লোক দুইটি যে "নিবন্ধ" ও "অর্গল" শব্দের উল্লেখ আছে --তাদ্বারা উক্ত কর্ম,প্রারব্ধ কর্ম বলে নিরূপিত হয়েছে।*
🙌🙌🙌🙌🙌🙌🙏🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৬)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
              *শ্রীশ্রীনামব্রহ্ম*
              🐚🐚🐚🐚
*🌻শ্রীগোবিন্দ নাম উচ্চারণে প্রারব্ধও ক্ষয় হয়, যথা বৃহন্নারদীয় পুরাণে লেখা আছে------*

*🌷গোবিন্দেতি জপন্ জন্তুঃ প্রত‍্যহং নিয়তেন্দ্রিয়ঃ।*
*🌷সর্ব্বপাপবিনির্মুক্তঃ সুরবৎ ভাসতে নরঃ।।*

*♻সৎ-কর্মাদি বিহীন কীটবৎ অতি নীচ ব‍্যক্তিও যদি গোবিন্দ নাম জপ করে, তাহলে তাদৃশ (তেমন) জীবও নিরন্তর অশেষ দুষ্প্রারব্ধ হতে মুক্ত হয়ে সেই দেহে ইন্দ্রাদি দেবতা বিরাজ করে। এই শ্লোকে যে সুর পদের উল্লেখ আছে, সেটির এক অর্থ ইন্দ্রাদি।অন‍্য অর্থ এই যে "সু সুশোভিনং পদং রোতি দদাতি ইতি সুরং" অর্থ‍্যাৎ ভগবৎপার্ষদ। এই শ্লোকে যে পাপাশব্দের প্রয়োগ আছে,তা স্বর্গাদি ফলক পুণ‍্যকেও বুঝাবে।কেন না, পুণ‍্যের ফল ক্ষয়িষ্ণু বলে তাও পাপ বলেই গণ‍্য করা হয়েছে।অথবা এই শ্লোকে দুষ্প্রারব্ধ-মাত্র-বিনাশিত্বই উক্ত হয়েছে। তার ফলেই জীব এই দেহেই দেববৎ বিরাজ করতে সমর্থ হন।*
*🍀এইরূপে বিহিত-কার্য‍্য না করায় এবং নিষিদ্ধাচারণ করার যে সব পাপ জন্মে, শ্রীভগবানের নাম-প্রভাবে সে সবই উন্মুলিত হয়ে যায়।শ্রীনামের এতাদৃশ (এরকম) মাহাত্ম্য শাস্ত্রে লেখা হয়েছে। ফলে যে কোনরকমে ভগবদাশ্রয় করলেই এই সব পাপ বিনষ্ট হয়। কিন্তু ভগবানের কাছে ও তাঁর নামের কাছে যে অপরাধ করা হয়,তা মহাপাতক, অন‍্য কোন প্রায়শ্চিত্ত দ্বারাই সে মহাপাতকের বিনাশ হয় না। কিন্তু নাম কীর্তন দ্বারা নাম-অপরাধেরও ক্ষয় হয়। যথা শ্রীবিষ্ণুযামলে ভগবান বলছেন=*

*🌷মম নামানি লোকেহস্মিন্ শ্রদ্ধয়া যস্তু কীর্ত্তয়েৎ।*
*🌷তস‍্যাপরাধকোটীস্তু ক্ষমাম‍্যেব ন সংশয়ঃ।।*

*🌻এই সংসারে যিনি শ্রদ্ধা সহকারে আমার নাম-কীর্তন করেন,আমি তাঁর কোটি কোটি অপরাধ ক্ষমা করে থাকি সন্দেহ নাই।*

*🌹স্কন্দপুরাণে লেখা আছে।*

*🌷যস‍্য স্মৃত‍্যা চ নামোক্ত‍্য তপোযজ্ঞক্রিয়াদিষু।*
*🌷ন‍্যূনং সম্পূর্ণতা মেতি সদ‍্যো বন্দে তমচ‍্যুতম্।।*

*🌳যাকে স্মরণ করলে অথবা যাঁর নামোচ্চারণ করলে তপস‍্যা যজ্ঞ ও অন‍্যান‍্য ক্রিয়ার ন‍্যূনতা সদ‍্যই সম্পূর্ণতা লাভ করে আমি সেই অচ‍্যুতকে বন্দনা করি।*

*🛑বিষ্ণুধর্মোত্তরে শ্রীপ্রহ্লাদ বলছেন--*

*🌷ঋগ্ বেদো হি যজুর্ব্বেদঃ সামবেদোহপ‍্যথর্ব্বণঃ।*
*🌷অধীতা স্তেন যেনোক্তং হরিরিত‍্যক্ষরদ্বয়ম।।*

*🌻হরি এই দুইটি অক্ষর উচ্চারণ করলেই সর্ববেদ পাঠজনিত ফল লাভ হয়, সুতরাং হরি নাম উচ্চারণ যে বেদপাঠ অপেক্ষাও অনেক বেশী ফলজনক ইহাই শাস্ত্রকারগণের সিদ্ধান্ত।*
🪷🪷🪷🪷🪷🪷🌷🪷🪷🪷🪷🪷🪷
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৭)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
              *শ্রীশ্রীনামব্রহ্ম*
             ^^^^^^^^^^^^^
*🍀স্কন্দ পুরাণে শ্রীপার্বতী বলছেন=*

*🌷মা ঋচো মা যজুস্তাত মা সাম পঠ কিঞ্চন।*
*🌷গোবিন্দেতি হরের্নাম গেয়ং গায়স্ব নিত‍্যশঃ।।*

*🌻তুমি ঋক্ যজু বা সামবেদ ইহার কিছুই পাঠ করিও না, কেবল শ্রীহরির গোবিন্দ নাম নিত‍্য কীর্তন কর।*

*🌹এই প্রমাণে স্পষ্টতই বেদাদি পাঠের নিষেধ ও সেইস্থলে কেবল গোবিন্দ নাম কীর্তনের উপদেশ করা হয়েছে। সুতরাং গোবিন্দনাম কীর্তন যে বেদাদি পাঠ হতেও অনেকবেশী ফল জনক,তাতে আর সন্দেহ রইল না।*

*🛑পদ্ম পুরাণে শ্রীরামাষ্টোত্তর শতনাম স্তোত্রে লিখিত আছে।*

*🌷বিষ্ণোরেকৈকনামাপি সর্বাবেদাধিকং মতম্।*
*🌷তাদৃক্ নাম সহস্রেণ রাম নাম সমং স্মৃতম্।।*

*🌸বিষ্ণুর এক একটি নাম সর্ববেদাধিক রূপে গণ‍্য, আবার এক রামনাম তেমনি সহস্র নামের তুল‍্য।*

*☘সর্বতীর্থাধিকত্ব-- স্কান্দে---*

*🌷কুরুক্ষেত্রেণ কিং তস‍্য কিং কাশ‍্যা পুষ্করেণ বা।*
*🌷জিহ্বাগ্রে বর্ত্ততে যস‍্য হরিরিত‍্যক্ষরদ্বয়ম্।।*

*🌲যদি জিহ্বাগ্রে হরি এই দুই অক্ষর সর্বদা বতর্মান থাকে, তবে কুরুক্ষেত্র,কাশী ও পুষ্করাদি তীর্থকি প্রয়োজন?*

*🌷তীর্থ-কোটি-সহস্রাণি তীর্থকোটি-শতানি চ।*
*🌷তানি সর্বাণ‍্যবাপ্নোতি বিষ্ণোর্নামানুকীর্তনাৎ।।*
                     *(বামন পুরাণে)*

*🍁বিষ্ণুনাম কীর্তনে কোটি কোটি তীর্থ ফল অপেক্ষাও বেশী ফললাভ হয়।*

*🔆বিশ্বামিত্র সংহিতায়=*

*🌷বিশ্রুতানি বহুন‍্যেব তীর্থানি বিবিধানি চ।*
*🌷কোট‍্যংশেনাপি তুল‍্যানি নাম কীর্তনতো হরেঃ।।*

*🍀কোটি কোটি তীর্থ আছেন। কিন্তু নামের তুলনায় তাদের ফল কোটি ভাগের একভাগও না।*

*💐লঘুভাগবতে----*

*🌷কিং তাত বেদাগম শাস্ত্র-বিস্তরৈ,*
*🌷স্তীর্থে রনেকৈরপি কিং প্রয়োজনম্।*
*🌷যদ‍্যাত্মানো বাঞ্জসি মুক্তি-কারণম্,*
*🌷গোবিন্দ গোবিন্দ ইতি স্ফুটং রট।।*
*🌹হে বৎস!বেদ আগম ও অন‍্যান‍্য শাস্ত্রবিস্তারে এবং অনেকানেক তীর্থ গুলিরই বা প্রয়োজন কি?যদি নিজের মুক্তি নিদান আকাঙ্ক্ষা কর,তাহলে হে গোবিন্দ হে গোবিন্দ স্পষ্টরূপে এই নাম উচ্চারণ কর।*

*🌷গো-কোটিদানং গ্রহণে খগস‍্য,*
*🌷প্রয়াগ-গঙ্গোদক-কল্পবাসঃ।*
*🌷যজ্ঞাযুতং মেরু-সুবর্ণ দানং,*
*🌷 গোবিন্দকীর্ত্তে র্ন সমং শতাংশৈঃ।।*

*🌻সূর্য‍্যগ্রহণ সময়ে কোটি গো-দান, প্রয়াগে গঙ্গাতীরে কল্পকাল বাস, সুমেরু সমান সোনা-দান, ইহার কিছুই গোবিন্দ নাম কীর্তনের শতাংশের একাংশ তুল‍্যও না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৮)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹বৌধায়ন সংহিতায়------*

*🌷ইষ্টাপূর্ত্তানি কর্ম্মাণি সুবহুনি কৃতান‍্যপি।*
*🌷ভব-হেতুনি তান‍্যেব হরের্নাম তু মুক্তিদম্।।*

*🌻বহু বহু ইষ্টপূর্তকর্ম (অগ্নিহোত্র,তপস‍্যা,সত‍্যনিষ্ঠা, বেদাজ্ঞাপালন আতিথ‍্য, বিশ্বদেবগণের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান প্রভৃতিকে ইষ্টকর্ম বলে।বাপী (বড় দিঘী বা পুকুর),কূপ,তড়াগাদি জলাশয় উৎসর্গ দেবমন্দির প্রতিষ্ঠা,অন্নদান ও উপবনাদি (মানুষের দ্বারা রোপিত তরুলতায় পূর্ণ কৃত্রিম বন)উৎসর্গ প্রভৃতি কাজকে পূর্ত্ত বলা হয় )।ইষ্টপূর্ত্তকর্ম অনুষ্ঠিত হলেও, ওরা সংসার বন্ধনেরই হেতু হয়ে থাকে, কিন্তু একমাত্র হরিনামই মুক্তিপ্রদ।*

*🌹গারুড়ে শ্রীশৌণক অম্বরিষ সংবাদে*

*🌷বাজপেয়-সহস্রানাং নিত‍্যং ফলমভীস্পসি।*
*🌷প্রাতরুত্থায় ভূপাল কুরু গোবিন্দ-কীর্তনম্।।*

*🌻হে ভূপাল! যদি প্রত‍িদিন হাজার বাজপেয় যজ্ঞের ফল অভিলাষ কর,তা হলে সকালবেলা গাত্রোত্থান পূর্বক বা শয‍্যা ত‍্যাগ করে, গোবিন্দ নাম কীর্তন করিও।*

*🌷কিং করিষ‍্যতি সাংখ‍্যেন কিং যোগৈর্নর-নায়ক।*
*🌷মুক্তি মিচ্ছসি রাজেন্দ্র কুরু গোবিন্দ-কীর্তনম্।।*

*🌻হে রাজেন্দ্র! আত্মানাত্ম-বিবেক-প্রদর্শক সাংখ‍্য-জ্ঞানে কি ফল হবে, অষ্টাঙ্গ যোগেই বা কি ফল হবে,যদি মুক্তি ইচ্ছা কর,তবে গোবিন্দ নাম কীর্তন কর।*

*🌹শ্রীভাগবতের তৃতীয় স্কন্ধে কপিলদেবের প্রতি দেবাহূতি বলছেন-- (অত্রি-সংহিতা ৪৩,৪৪ শ্লোক)।*

*🌷ইষ্টাপূর্ত্ত-- অগ্নিহোত্র বা তপঃ সত‍্যং বেদানাংশ্চৈব পালনম্।*
*🌷আতিথ‍্যং বৈশ্বদেবঞ্চ ইষ্টমিত‍্যভিধীয়তে।।*
*🌷বাপী কূপ-তড়াগাদি দেবতারতনানি চ।*
*🌷অন্ন-প্রদান-মারাম পূর্ত্তমিত‍্যভিধীয়তে।।*

*🌻অগ্নিহোত্র,তপস‍্যা,সত‍্যনিষ্ঠা, বেদাজ্ঞাপালন আতিথ‍্য, বিশ্বদেগণের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান প্রভৃতিকে ইষ্টকর্ম বলে। বড় দিঘী,কূপ, বড় বড় জলাশয়, উৎসর্গ দেবমন্দির প্রতিষ্ঠা, অন্নদান ও উপবনাদি উৎসর্গ প্রভৃতি কাজকে পূর্ত্ত বলা হয়।*

*🌷অহো বত শ্বপচোহতো গরীয়ান্,*
*🌷যজ্জিহ্বাগ্রে বর্ত্ততে নাম তুভ‍্যং।*
*🌷তেপুস্তপস্তে জুহুবুঃ সস্নূরার্য‍্যা,*
*🌷ব্রহ্মানূচুর্নাম গৃহ্নতি যে তে।।*

*🌻যারা শ্রদ্ধাদিরহিত হয়েও যে কোন প্রকারেই হোক, তোমার নাম উচ্চারণ করে,নামাভাস রূপে অসম‍্যক্ রূপেও যদি উচ্চারণ করে,সে যদি জাতিতে কুকুরমাংসভোজী চন্ডালও হয়,তবুও তোমার নাম গ্রহণ ফলে সে শ্রেষ্ঠ বলেই পরিকীর্তিত।যাঁরা তোমার নাম গ্রহণ করেন,তাঁরা সম‍্যক্ তপস‍্যার ফল লাভ করেন।তাঁরা আর্য‍্য অর্থ‍্যাৎ সদাচার সম্পন্ন।তাঁরা অনচু অর্থ‍্যাৎ সদ্ গুরুর কাছে সমগ্র বেদ অধ‍্যয়ন করার ফল লাভ করেন।অর্থ‍্যাৎ সব রকমের সৎকর্মই শ্রীনামকীর্তনের অন্তর্ভুত।এতে এই সিদ্ধান্ত হল যে,যাঁরা নামকীর্তন পরায়ণ,তাঁরা জন্মান্তরে সব পুণ‍্য কর্মই সম্পন্ন করেছেন।*

*🌹স্কান্দে ব্রহ্ম নারদ সংবাদে চাতুমাস‍্য মাহাত্ম্যে-----*

*🌷এতৎ ষড়বর্গ-হরণং রিপু-নিগ্রহণং পরম্।*
*🌷অধ‍্যাত্মমূলমেতদ্ধি বিষ্ণোর্নামানুকীর্তনম্।।*

*🌻শ্রীবিষ্ণুর এই শ্রীনাম-কীর্তন, কামক্রোধাদি ষড়্ বর্গের বিনাশক, রিপু নিগ্রহে নিপুণ এবং আত্মতত্ত্ব লাভের নিদান।*
🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৯)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
                *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹বিষ্ণুধর্মোত্তরে লেখা আছে--*

*🌷হৃদিকৃত্বা তথা কামমভীষ্টং দ্বিজ-পুঙ্গব।*
*🌷একং নাম জপেদষন্তু শতং কামানবাপ্ন য়াৎ।।*

*🌻হে দ্বিজপুঙ্গবগণ! হে দ্বিজ শ্রেষ্ঠগণ! যে ব‍্যক্তি হৃদয়ে কোনও অভীষ্ট কামনা করে ভগবানের একটি নাম জপ করেন,তাঁর শত-কামনা পূর্ণ হয়ে থাকে।*

*🌹তত্রৈব শ্রীকৃষ্ণমঙ্গল স্তোত্রে--*

*🌷সর্বমঙ্গল-মঙ্গল‍্য মায়ুষ‍্যং ব‍্যাধিনাশনম্।*
*🌷ভুক্তি-মুক্তি-প্রদং দিব‍্যং বাসুদেবস‍্য কীর্তনম্।।*

*🌻শ্রীকৃষ্ণের নাম কীর্তন সর্বপ্রকার মঙ্গল হয়, পরমায়ুবৃদ্ধি,ব‍্যাধিবিনাশন, ভুক্তি-মুক্তি-লাভ ও বৈকুন্ঠ প্রাপ্তি হয়ে থাকে।*

*🌹শ্রীনারায়ণ ব‍্যূহ স্তবে-----*

*🌷পরিহাসোপহাসাদ‍্যৈ র্বিষ্ণো র্গৃহ্নন্তি নাম যে।*
*🌷কৃতার্থা স্তেহপি মনুজা স্তেভ‍্যোহপীহ নমোনমঃ।।*

*🌻পরিহাস ও তিরস্কার ছলেও যাদের মুখে শ্রীকৃষ্ণনাম উচ্চারিত হয়,তাঁরাও কৃতার্থ হন ; তাঁদেরকে নমস্কার।*

*🌷তে ধন‍্যাস্তে কৃতার্থাশ্চ তৈরেব সুকৃতং কৃতম্।*
*🌷তৈরা_ং জন্মনঃ প্রাপ‍্যং যে কালে কীর্তয়ন্তি মাম্।।*
                                *(বারাহে)*

*🌻যাঁরা স্নানাদি সময়ে আমার নামকীর্তন করেন,তাঁরা কৃতার্থ ও ধন‍্য।আবার কাল শব্দের পরিবর্তে অকাল পাঠান্তরে "অশৌচাদি সময়ে" এই অর্থ হবে। অর্থ‍্যাৎ অশৌচাদি সময়েও নামকীর্তন ফলজনক। বিশেষতঃ কলিযুগে----------*

*🌷ষকৃদুচ্চারন্ত‍্যেতদ্ দুর্ল্লভঞ্চাকৃতাত্মনাম্।*
*🌷কলৌযুগে হরের্নাম তে কৃতার্থাঃ ন সংশয়ঃ।।*

*🌻এই কলিকালে পাপীদের দুর্লব এই হরিনাম যাঁরা একবার মাত্রও উচ্চারণ করেন তাঁরা কৃতার্থ হন।*
*🌹শ্রীমদ্ভাগবতে একাদশে পাই--*

*🌷কলিং সভাজয়ন্ত‍্যার্য‍্যাঃ গুণজ্ঞাঃ সারভাগিনঃ।*
*🌷যত্র সঙ্কীর্ত্তনেনৈব সর্বস্বার্থোহপি লভ‍্যতে।।*

*🌻গুণজ্ঞ বা গুণীজন, সারগ্রাহী বা গূঢ় তাৎপর্য‍্য উপলব্ধি করতে সমর্থ, আর্য‍্যগণ কলিকে সম্মান করেন,কেন না, এই কলিকালে কেবল নাম সঙ্কীর্তন দ্বারাই সর্বস্বার্থ লাভ হয়।*

*🌹স্কান্দে, ব্রহ্ম নারদ সংবাদে--*

*🌷তথাচৈবোত্তমং লোকে তপঃ শ্রীহরি-কীর্তনম্।*
*🌷কলৌযুগে বিশেষণে বিষ্ণু প্রীত‍্যৈ সমাচরেৎ।।*

*🌻সংসারে হরিনাম-সংকীর্তনই উৎকৃষ্ট তপস‍্যা,অতএব শ্রীবিষ্ণুর প্রীতির জন্য বিশেষভাবে হরিনাম করা কর্তব‍্য।*

*🌹সর্বশক্তিমত্ত্ব------ *(স্কান্দে)*

*🌷দানব্রত তপস্তীর্থ ক্ষেত্রাদীণাঞ্চ যাঃ স্থিতাঃ।*
*🌷শক্তয়ো দেবমহতাং সর্বপাপহরা শুভাঃ।।*
*🌷রাজসূয়াশ্বমেধানাং জ্ঞানস‍্যাধ‍্যাত্মবস্তুনঃ।*
*🌷আকৃষ‍্য হরিণা সর্বাঃ স্থাপিতাঃ স্বেষু নামসু।।*
*🌷বাতোহপ‍্যতো হরের্নাম উগ্রাণামপি দুঃসহঃ।*
*🌷সর্বেষাং পাপরাশীনাং যথৈব তমসাং রবিঃ।।*

*🌹অতএব ব্রহ্মান্ডে-----*

*🌷সর্বার্থশক্তিযুক্তস‍্য দেবদেবস‍্য চক্রিণঃ।*
*🌷যচ্চভিরুচিতং নাম তৎসর্বার্থেষু যোজয়েৎ।।*

*🌻দান ব্রত তপস‍্যা ও তীর্থযাত্রা প্রভৃতি দ্বারা যে সব পাপ দূরীভূত হয়, দেবতা ও সাধুসেবায় যে সব পাপ ক্ষালন হয়, অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান ও অন‍্যান‍্য আত্ম-বস্তু লাভে যে সব পাপ বিনষ্ট হয়,মঙ্গল-বিধাতা বিষ্ণু সেই সব মঙ্গল-দায়িনী শক্তি আকর্ষণ করে আপনার নামগুলি প্রতিষ্ঠিত করেছেন।সূর্য‍্য যেমন তমোরাশি বা অন্ধকার বিনাশ করে থাকেন,সেইরকম ভগবানের নামরূপ বায়ু যথা কথঞ্চিৎ সামান্য পাপ হতে অতি ভয়ানক পাপও বিদূরিত করে থাকে।*
*🌻সর্বার্থশক্তি-সম্পন্ন দেব-দেব চক্রপাণির যে নাম অভিপ্রেত বা অভীষ্ট,সব প্রয়োজন-সিদ্ধির জন্য সেই নামই কীর্তন করবে।এতে বুঝতে হবে যে ভগবানের প্রত‍্যেক নামেই সর্বার্থ সিদ্ধির শক্তি আছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২০)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹জগদানন্দকত্ব, ভাগবতগীতা--*

*🌷স্থানে হৃষীকেশ তব প্রকীর্ত্ত‍্যা,*
*🌷জগৎ প্রহৃষ‍্যত‍্যনুরজ‍্যতে চ।*
*🌷রক্ষাং সি ভীতানি দিশো দ্রবন্তি,*
*🌷সর্বে নমস‍্যন্তি চ সিদ্ধসংঘাঃ।।*

*🌻হে হৃষিকেশ!আপনার নাম কীর্তন দ্বারা কেবল যে আমি আনন্দ অনুভব করছি এমন না,আপনার নামে সমস্ত সংসার যে অনুরাগী বা আসক্ত ও সন্তুষ্ট হয় তা যুক্তিযুক্তই বটে।*

*🌹জগৎ বন্দ‍্যতাপাদকত্ব,বৃহন্নারদীয়ে-*

*🌷নারায়ণ জগন্নাথ বাসুদেব জনার্দন।*
*🌷ইতীরয়ন্তী যে নিত‍্যং তে বৈ সর্বত্র বন্দিতাঃ।।*
*🌷স্বপন্ ভুঞ্জন্ ব্রজন্ স্তিষ্ঠন্নু ত্তিষ্ঠংশ্চ বদং স্তথা।*
*🌷যে বদন্তি হরের্নাম তেভ‍্যো নিত‍্যং নমোনমঃ।।*

*🌻শ্রীনারায়ণ-ব‍্যূহ-স্তবে----*

*🌷স্ত্রী শূদ্রঃ পুক্বশোবাপি যে চান‍্যে পাপযোনয়ঃ।*
*🌷কীর্ত্তয়ন্তি হরিং ভক্ত‍্যা তেভ‍্যোহপি চ নমোনমঃ।।*

*🌻স্ত্রী, শূদ্র, পুক্কশ বা চন্ডাল অথবা পাপ যোনিজাত ব‍্যক্তিগণও যদি ভক্তি পূর্বক হরিনাম গ্রহণ করেন, তবে তাঁদের প্রতিও ভূয়োভূয় নমস্কার।*

*🌹অগতির একমাত্র গতিত্ব, পাদ্মে বৃহৎ সহস্রনাম-কথারম্ভে----*

*🌷অনন‍্যগতয়ো মর্ত্ত‍্যা ভোগিনোহপি পরন্তপাঃ।*
*🌷জ্ঞানবৈরাগ‍্যরহিতা ব্রহ্মচর্য‍্যাদিবর্জ্জিতাঃ।।*
*🌷সর্বধর্মোজঝিতা বিষ্ণো র্নামমাত্রৈকজল্পকাঃ।*
*🌷সুখেন যাং গতি যান্তি ন তাং সর্বেহপি ধার্মিকাঃ।।*

*🌻যারা অনন‍্যগতি অর্থ‍্যাৎ অত‍্যন্ত পাপজাতিত্ব নিবন্ধন (কারণ) যাদের কর্মে কোনও অধিকার নাই,যারা নিয়ত (সবসময়) বিষয়ভোগী,পরপীড়াদায়ক (অন‍্যকে কষ্ট দেয়) জ্ঞান-বৈরাগ‍্য বর্জিত, ব্রহ্মচর্য‍্যশূন‍্য এবং সর্বধর্মত‍্যাগী,তারাও যদি নিরন্তর বা সবসময় বিষ্ণুনাম জপ করে,তাহলে অনায়াসে ধর্মনিষ্ঠদের মত দুর্লভগতি লাভ করতে পারে।*

*🌹সদা-সর্বত্র সেব‍্যত্ব, বিষ্ণুধর্মে ক্ষত্রবন্ধু উপাখ‍্যানে----*

*🌷ন দেশনিয়মস্তস্মিন্ ন কাল নিয়মস্তথা।*
*🌷নোচ্ছিষ্টাদৌ নিষেধোহস্তি শ্রীহরের্নাম্নি লুব্ধক।।*

*🌻হে লুব্ধক!(ব‍্যাধ), শ্রীহরির নাম কীর্তনের বিষয়ে দেশ ও কালের নিয়ম নাই এবং উচ্ছিষ্টমুখেও নাম গ্রহণের নিষেধ নাই।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html