🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২. শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_92.html


    ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ২. শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻🌻শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলার গৌরচন্দ্র🌻🌻*।
*গোরা মোর গোকুলের শশী।*
*কৃষ্ণের জনম আজি কহে হাসি হাসি*।।
*আবেশে থির হইতে নারে*।
*ধরি গোপবেশ নাচে উল্লাস-অন্তরে*।।
*নিতাই গোপের বেশ ধরি*।
*হাতে লৈঞা লগুড় নাচয়ে ভঙ্গী করি*।।
*গৌরীদাস রামাই সুন্দর*।
*নাচে গোপবেশে কাঁধে ভার মনোহর*।।
*শ্রীবাস অদ্বৈত গোপবেশে*।
*ছড়ায় হলদি দধি মনের হরিষে*।।
*কেহ কেহ নানা বাদ‍্য বায়*।
*মুকুন্দ মাধব সে জনমলীলা গায়*।।
*করে সুমঙ্গল নারীগণ*।
*শ্রীবাস আলয় যেন নন্দের ভবন*।।
*জয়ধ্বনি করি বারে বারে*।
*ধায় লোক ধৈরজ ধরিতে নারে*।।
*কত সাধে দেখে আঁখি ভরি*।
*শোভায় ভূবন ভুলে ভণে নরহরি*।।
🌻🌻জয় জয় মহাপ্রভুর জয়🌻🌻

*🌻🌻🌻ব্রজলীলা শ্রীকৃষ্ণের আবির্ভাব🌻🌻🌻*
*শঙ্খ দুন্দুভি বাজে নাচে দেবগণ*।
*জয় জয় হরিধ্বনি ভরিলা ভূবন*।।
*ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী*।
*দশদিগ সুমঙ্গল শুভক্ষণ জানি*।।
*🌻বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দ্বাপরের শেষভাগে ভাদ্রমাসের কৃষ্ণাষ্টমী তিথিতে,মধ‍্যরাতে,দিবস বুধবারে পৃথিবীর ভাগ‍্যে এই শুভ মুহূর্তের উদয় হয়েছিল।* *প্রায় আজ হতে সাড়ে পাঁচহাজার বৎসর পূর্বের কথা*। *রোহিণীনক্ষত্র যোগে কংসের কারাগারে অবতীর্ণ হয়েছিলেন।* *পক্ষটিও ছিল কৃষ্ণপক্ষ।* *বুধবারে,কৃষ্ণপক্ষে,মধ‍্য্য* *রাত্রে,অষ্টমীতিথিতে,রোহিণীনক্ষত্র যোগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন।* *সেইসময় দেবদুন্দুভির আনন্দময় মন্দ্রনাদ**(গভীরধ্বনি)*, *গন্ধর্ব ও কিন্নরগণের শ্রীকৃষ্ণের গুণগান, সিদ্ধ**ও চারণগণের স্তুতি পাঠ,এবং অপ্সরা* *গণের নৃত‍্যকালীন নূপুর বলয়াদির সুমধুর ধ্বনি একত্র মিলিত হয়ে স্থর্গরাজ‍্যে এক আনন্দের মহারোল* *তুলে দিল ও তাতে তেত্রিশকোটি দেবতার শয়নপ্রাসাদ মুখরিত হয়ে উঠিল।* 
*জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্রনন্দন*।
*অন্তরীক্ষে করে দেবী পুষ্প বরিষণ*।।
*পঞ্চগব‍্য পঞ্চামৃতে গন্ধাদি সাজায়া*।
*অভিষেক করে দেবী জয় জয় দিয়া*।।
*🌻সকলেই নিদ্রাভঙ্গে ইতঃস্তত (এদিক ওদিক)* *চমকিত দৃষ্টি নিক্ষেপ করে মন্ত্রমুগ্ধের ন‍্যায় আনন্দিত হয়ে অবস্থান করতে* *লাগলেন এবং পরমানন্দে সকলেই নিজ নিজ বাসস্থান ত‍্যাগ করে* *নন্দনকাননে এসে পারিজাত কুসুম*
*চয়ন করে পৃথিবীতে বর্ষণ করতে লাগলেন।* 
*🌻জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্রনন্দন🌻*।
 *প্রাতকালে ব্রজবাসীগণ জানলেন যে এই সন্তান যশোদার গর্ভজাত।* *প্রকৃত* *সত‍্য একমাত্র জানেন বসুদেব* *যাইহোক,তারপর পঞ্চগব‍্য,অর্থ‍্যাৎ* *দধি,দুগ্ধ,ঘৃত,গোমূত্র ও গোময় এবং পঞ্চামৃত অর্থ‍্যাৎ দধি,দুগ্ধ,ঘৃত,মধু ও চিনি এবং গন্ধাদি অর্থ‍্যাৎ সুবাসিত তেল,চন্দন,অগুরু ইত‍্যাদি সাজিয়ে জাতকর্ম করলেন।* *আজ কৃষ্ণের রূপ দর্শন করে ব্রজবাসীগণ উলুধ্বনি* *দিয়ে কৃষ্ণের মঙ্গল কামনা করলেন।* 

*অপ্সরা নাচয়ে গান করয়ে গন্ধর্ব*।
*মঙ্গল জয়কার দেয় দেবপত্নী সর্ব*।।
*কত কত কোটি চাঁদ জিনিয়া উদয়*।
*এ দ্বিজ মাধব কহে আনন্দ হৃদয়*।।
*অপরূপ রূপ নিয়ে শ্রীকৃষ্ণ আবির্ভাব*
*হলেন,স্বর্গ হতে দেবদেবীগণ মঙ্গল জয়কার করতে লাগলেন।* 
      

 🌻দ্বিতীয় পদ পরে🌻
*🌻🌻দ্বিতীয় পদ কৃষ্ণের আবির্ভাব🌻🌻*
*নিদ্রায় অচেতন রাণী কিছু নাহি জানে*
*চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে*।।

*🌻মা যশোমতী গভীর নিশিতে নিদ্রায় অচেতন হয়ে আছেন,* *ইতিমধ‍্যে কংস কারাগারে চতুর্ভূজ হৈয়া স্বয়ং ভগবান আবির্ভাব হলেন।* *এবং বসুদেব প্রতি কংসের ভয়ে ভগবান নিজেই বললেন,আমায় নন্দালয়ে রেখে এসো।* *তোমাদেরও কোন চিন্তা থাকবে না,আমি সময়মত তোমাদের কাছে যাব।* *অতি চুপিসারে ভগবানের মায়ায় সব স্তব্ধ*  *হয়ে গেল।* *বসুদেব ভগবানের নির্দেশে নন্দালয়ে রাখতে গেলেন,* *এবং মা যশোদার সূতিকা মন্দিরে রেখে এলেন, যশোমতী কিছুই জানতে পারলেন না।* *কারণ ভগবানের আদেশে যশোদার গর্ভে স্বয়ং যোগমায়া প্রবেশ করেছিলেন।* *কৃষ্ণকে যশোদার পাশে রেখে যোগমায়াকে এনে কংস কারাগারে রাখলেন।* *ভোর*
*বেলা চেতন পেয়ে যশোমতী পুত্রমুখ দর্শন করলেন এবং পুত্রমুখ দর্শন করে মহানন্দ লাভ করলেন।*

*ব্রজরাজ বলি রাণী ডাকে ধীরে ধীরে*
*শুনিয়া আইল নন্দ সূতিকা মন্দিরে*
*হরল গেয়ান দেখি আপন তনয়*
*লাখ পূর্ণিমার চাঁদ জিনিয়া উদয়*।।
*🌻মা যশোমতী পুত্রমুখ দর্শন করে মহানন্দ পেলেন বটে, সঙ্গে সঙ্গে নন্দমহারাজকে আহ্বনও করলেন,* *মহারাজ সূতিকা মন্দিরে এলেন,হঠাৎ পুত্রের অঙ্গ হতে চরম জ‍্যোতি দেখে যশোদা মা অচেন হলেন।* *(পুত্রের অঙ্গ হতে যেন কোটি চন্দ্রের জ‍্যোতি নির্গত হয়েছিল)* *তারপর ধীরে ধীরে চেতন ফিরে পেলেন।*

*উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন*।
*একে একে আসি সবে ভরিল ভবন*।।
*যে যায় দেখিতে পুনঃ আসিতে না পারে*।
*জগন্নাথ দাস দেখি ধৈরজ না ধরে*।।

*🌻এবারে ধীরে ধীরে অন‍্যান‍্য চারভাই ভবনে এলেন।* *কারণ তাঁরা সকলেই নন্দভবনের আশেপাশে*
*বসবাস করেন,পুত্রসন্তান হয়েছে জেনে সকলেই যশোদাপুত্রকে দর্শন করবার জন্য এলেন।* *নন্দমহারাজের চারভাই নন্দপুত্রের মুখ দর্শন করে আনন্দে আত্নহারা হলেন।* *ব্রজের যারা নন্দপুত্রকে দর্শন করতে এসেছিলেন* *তারাও আনন্দ সিন্ধুতে ডুবে গেলেন।* *গীতকর্তা জগন্নাথ দাস শ্রীকৃষ্ণ বদন দর্শন করে আর নিজে* *ধৈর্য‍্য ধারণ করতে পারছেন না।*

*🌻🌻🌻🌻তৃতীয় পদ 🌻🌻🌻🌻*
*যোগমায়া ভগবতী দেবী পৌণমাসী*
*দেখিলা যশোদা পুত্র নন্দগৃহে আসি*।।
*সভে সাবধান করি যশোদারে কহে*।
*বহু পূণ‍্যফলে এহেন বালক মিলে তোহে*।।
*বহু আশীর্বাদ কৈল হরষিত হৈয়া*
*রূপ নিরখয়ে এক দিঠে চাহিয়া*।।
*যশোদা নন্দন দেখি,আনন্দে পূর্ণিত আঁখি*
        *কৌতুকে নাচে গোপরাণী।*
*তৈল হরিদ্রা পায়,সবে সবার অঙ্গে দেই*
       *হুলাহুলি দিয়া জয়ধ্বনি*।।
*কেহ নাচে কেহ গায়,*
*কেহ নানা বাদ‍্য বাজায়*
*নন্দের আনন্দের নাহি সীমা*।
*উৎসব করয়ে রোলে*
*ঘন ঘন হরি বোলে*
*কি কহিব যশোদার মহিমা।।*

*🌻🌻নন্দমহারাজের গৃহে মহোৎসব শুরু হয়েছে🌻🌻*
*স্বর্গে দুন্দুভি বাজে নাচে দেবগণ*।
*হরি হরি হরিধ্বনি ভরিল ভূবন*।।
*ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র*।
*গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ*।।
*নন্দের মন্দিরে রে গোয়ালা আইল ধাঞা*
*হাতে লড়ি কান্ধে ভাড় নাচে থৈয়া থৈয়া।।*
*দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া*।
*নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া*।।
*আনন্দ হইল বড় আনন্দ হইল*।
*এ দাস শিবাইর মন ভুলিয়া রহিল*।।
*🌻🌻🌻 পঞ্চম পদ 🌻🌻🌻*
      *জয় জয় ব্রজ ভরিয়া*
*উপনন্দ অভিনন্দ, সানন্দ নন্দন*
        *পাঁচ ভাই নাচে বহু তুলিয়া*।
*যশোধর যশোদেব,সুদেব আদি গোপসব*
      *আনন্দে নাচয়ে সবে মাতিয়া*
*নাচের নাচেরে নন্দ,সঙ্গে নাচে গোপবৃন্দ*
      *হাতে লড়ি কান্ধে ভাড় করিয়া*
*খেনে নাচে খেনে গায়,সূতিকা মন্দিরে যাই*
        *গীরয়ে বালক মুখ হেরিয়া*
*দধি দুগ্ধ ভারে ভারে,ঢালয়ে আঙ্গিনাপরে*
       *কেহ শিরে ঢালে দধি তুলিয়া*
*লগুড় করিয়া করে,নাচয়ে ধীরে ধীরে*
        *নন্দের জননী বরীয়সী বুড়িয়া*
*যত ব্রজ গোপনারী,জয়কার ধ্বনি করি*
       *আশীষ করয়ে শিশু বেড়িয়া*
*নর্তক বাদক যত,ধাওত শত শত*
         *ধেনু ধায় উচ্চ পুচ্ছ করিয়া*
*ভোর হৈল গোপসব,অপরূপ নন্দোৎসব*
      *এদাস শিবায় নাচ ফিরিয়া*।।

*🌻🌻🌻বিরাম পদ🌻🌻🌻*
*সূতিকা মন্দিরে যাইয়া আনন্দে বলাই*
*দু'নয়নে ধারা বহে ভাইপানে চাই*
*যশোমতী ধরিয়া দক্ষিণ কোলে নিল*
*বসিয়া রাণীর কোলে দোলিতে লাগিল*
*ভায়ের চাঁদমুখ পানে একদিঠে চাই*
*আধ আধ বোলে কিছু না বুঝিল মায়*
*আনন্দে অচেতন পেল সব ব্রজবাসী*
*বিজুরী উজোর ভেল দুঁহু মুখের হাসি*
*ক্ষণে অচেতন ভেল যশোমতী মাই*
*পুন ডাকে যশোমতী আইস হেথাই*
*এ বৈষ্ণব দাস কহে মনের হরিষে*
*জনম নিত‍্যলীলা প্রভু করিলা প্রকাশে*।।
*🌻🌻কৃষ্ণের আবির্ভাব লীলা এখানেই রহিল🌻🌻*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html