🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

৩৮. নন্দালয়ে দেবগোষ্ঠ লীলা 🥀 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/httpmrinmoynandy_13.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ৩৮. নন্দালয়ে দেবগোষ্ঠ লীলা 
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌼নন্দালয়ে দেবগোষ্ঠ গৌর চন্দ্রিকা🌼* 
*নাচে পহুঁ শচীর অঙ্গনে।*
*না জানি কি উপজিল মনে।।*
*বেণু দেমা বোলে বারেবারে।*
*নয়নে গলয়ে জলধার।।*
*হেনকালে সব সহচরে।*
*আইল গৌরাঙ্গ দেখিবারে।।*
*নিরখিয়া গৌরাঙ্গ বদন।*
*মনোহর হরষিত মন।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*পুছত গোপালে যশোদা মাঞি।*
*অসম্ভব কথা শুনিতে পাই।।*
*বেণুরবে নাকি গোপাল ফিরে।*
*আসি দেবগণ মিনতি করে।।*
*সেই রবে বেণু বাজারে বাপ।*
*শুনিয়া ঘুচায় মনের তাপ।।*
*হাসিয়া কহত যাদব রায়।*
*বেণুটি শুনিলে ঘটিবে দায়।।*
*রাণী কহে ঘরে লুকায়ে রব।*
*আজু তোরে বাপ গোঠে না দিব*
*শুনিয়া মায়ের করুণা বাত।*
*বেণুটি পূরিল গোকুলনাথ।।*
*মনোহর ধ্বনি শুনিতে পাই।*
*সুরাসুর সব চলত ধাই।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*দ্বাদশ অঙ্গুলি বেণু ছয়টি বিবর।*
*স্বর্গ মর্ত‍্য পাতাল ভেদিল যার স্বর।।*
*যশোদা শুনয়ে বেণু,ননী দেমা বোলে।*
*হইল গোষ্ঠের বেলা শুনয়ে রাখালে।।*
*নন্দ শুনয়ে বেণু,আনিয়াছি বাধা।*
*গোপীগণ শুনে বেণু ডাকে রাধারাধা।।*
*বৃদ্ধা গোপ-গোপী শুনে আশীষ চাহিল।*
*জটিলা কুটিলা মানে পবন খেপিল।।*
*দ্বিজকুল আকুলিত তরু মুকুলিত*
*শুনি মনোহর বেণু সবে পূলকিত*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুনিয়া মোহন বেণু,অবশ হৈল তনু,*
     *এলোথেলো পাগলিনী রাই।*
*কে যাবিলো সহচরী,আমিতো রহিতে নারি,*
     *ঐ শুন ডাকিছে কানাই।।*
*কহয়ে ললিতা বালা,একিল দেখিলো জ্বালা,*
    *কুলবালা কুলের অধীন।*
*তাহে ভানু রাজবালা,অবলা সরলা,*
      *কালা জপ মালা নিশিদিন।।*
*হয় নাই রন্ধনের বেলা,জানাইব কোন ছলা,*
      *বলানুজে ভেটিতে যাইবি।*
*জটিলা কহয়ে কথা,না আইল কুন্দলতা,*
     *তোরা সবে বধূসঙ্গে যাবি।।*
*শুনি হরষিত হৈয়া,জটিলারে প্রণমিয়া,*
    *নন্দালয় করিলা গমন।*
*যাইয়া যশোদাপুরে,নিরজনে মনোহরে,*
      *খিরিকিতে নিরখে বদন।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*নন্দগৃহে আজু কিবা আনন্দ বাড়িল।*
*বেণুরব কৈল যবে,শুনিল অমর সবে,*
      *ধ্বনি ধেয়ে গগন ভেদিল।।*
*শুনিয়া বেণুর রব,ধাইল অমর সব,*
     *স্বর্গবাসী যত দেবগণে।*
*আইলেন ত্রিলোচন,সঙ্গেতে চতুরানন,*
      *গণপতি নারদের সনে।*
*সুরলোক ব্রহ্মলোক,স্বর্গবাসী দেবলোক,*
      *আইল সবে নন্দের মহলে।।*
*দাঁড়াইয়া সব জনে,চাহি কৃষ্ণমুখ পানে,*
     *নেত্র পরিপূর্ণ প্রেমজলে।।*
*কহত বিনয় করি,দয়াকর গিরিধারী,*
      *আর দুখ সহিতে না পারি।*
*দেবত্বের নাহি আশ,ব্রজপুরে দেহ বাস,*
      *গলেবাস কহে করযোরি।।*
*কি ছার স্বর্গের সুখ,দেখিলে তোমার মুখ,*
     *তৃণ করি নাহি মানি তায়।*
*বনে বনে বেড়াইব,ধেনু বৎস চরাইব,*
      *তোমারে রাখিব তরুছায়।।*
*যশোদারে কহে পুন,ধন‍্য তব সাধন,*
      *তব পুত্র পরম ঈশ্বর।*
*বলরাম দাস বাণী,শুন মাগো নন্দরাণী,*
      *মনে কিছু নাহি কর ডর।*
^^^^^^^^^^^^:^^^^^^^^^^^^^^^^^^^^

*চলে সারি সারি,দেবের কুমারী,*
      *দেব পত্নীগণ যত।*
*সুর অপসরি,গন্ধর্ব কিন্নরী,*
       *তাহাবা কহিব কত।।*
*লক্ষ্মী সরস্বতী,লৈয়া ভগবতী,*
       *আকুলিত মনে ধায়।*
*নন্দের ভবনে,আসি দেবগণে,*
       *হেরত যাদব রায়।।*
*দেবী ভগবতী,হরষিত অতি,*
       *কোলে লৈয়া নীলমণি।*
*দশকরে ননী, খাওয়াই তখনি,*
       *হেরয়ে বদন খানি।।*
*কহয়ে ইন্দ্রানী,শুন মা ঈশানী,*
       *নীলমণি মোরে দেহ।*
*কোলেতে লইয়া,নবনী খাওয়াইয়া,*
      *জুড়ায় তাপিত দেহ।।*
*হরষিত মনে,সব দেবীগণে,*
      *নবনী দেওত মুখে।*
*একুলে ওকুলে, মনোহর দোলে,*
       *আপন মনের সুখে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*বাসনা নাই স্বর্গবাস,হেরি তোমায় পীতবাস,*
      *বনবাসে থাকি সেই ভাল।*
*গলেলগ্ন কৃতবাস,এই মিনতি শ্রীনিবাস,*
      *ব্রজবাসে রাখ চিরকাল।।*
*লব না ঘ্রাণ অন‍্যবাস,রব না আর অন‍্যবাস,*
      *অন‍্যবাস না পরিব অঙ্গে।*
*পিব সুধা তরল বাঁশে,প্রাণ মোদের ভালবাসে,*
      *উপবাসে রব তব সঙ্গে।।*
*কীট পতঙ্গ পশুপাখী,যা কর কমল আঁখি,*
     *নহে তরুলতা তৃণ হব।*
*ইথে কিছু নাহি বাধা,পূরিবে মনের সাধা,*
       *নিতি নিতি পদরজ পাব।।*
*যে কুলে জনম হয়,পদে যেন মতি রয়,*
      *এই মিনতি তুয়া রাঙ্গাপায়।*
*মনোহর ঠারি কহে,একথা অন‍্যথা নহে,*
       *আশাপূর্ণ হবে নদীয়ায়।।*

 *ভাগ‍্যবতী যশোমতী,ত্রিভূবনে যশমতী,*
      *শুদ্ধমতি এ মতিবা কে।*
*ভবারাধ‍্য যেইমতি, বান্ধিল সেই মতির মতি,*
      *মূঢ়মতি না জানয়ে সে।।*
*ধন‍্য নন্দ ব্রজপতি,পুত্র যার গোলোকপতি,*
      *পুত্রবিনে আন নাহি জানে।*
*যার বান্ধায় জগতবান্ধা,সেত নন্দের প্রেমেবান্ধা,*
     *বহেবাধা বাধা নাহিমানে।*
*মনোহর এ দূর্মতি,কবে হবে শুদ্ধ মতি,*
      *সেবিব সে যশোদা চরণে।*
*পূরিবে মনের আশ,ব্রজপুরে হে বাস,*
     *নিরখিব যশোদা নন্দনে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুনিয়া দেবতা বাণী,চমকিত নন্দরাণী,*
      *বোলে একি শুনিনু শ্রবণে।*
*আমার গোপাল ধনে,বন্দে যদি দেবগণে,*
       *তবে বাছা না জীব পরাণে।।*
*অমঙ্গল হৈল বলি,দেয় নিজ পদ ধূলি,*
      *গোপালের অঞ্চলে ঢাকিল।*
*ব‍্যস্তহৈয়া ঘরে গিয়ে,বসনের দশি নিয়ে,*
      *থুতু করি অঙ্গে ফেলি দিল।।*
*যশোদার ভয় জানি,হাসে মৃদু নীলমণি,*
     *দেবগণ হইল অন্তর্ধ‍্যান।*
*বাহির পানেতে চায়,আর না দেখিতে পায়,*
      *ছল ছল অরুণ নয়ন।।*
*বলরাম দাস কয়,যশোদা আনন্দময়,*
      *কোলেতে লইয়া নীলমণি।*
*বসন অঞ্চল দিয়া,প্রতি অঙ্গ মুছাইয়া,*
       *ঘন দেখে চাঁদমুখ খানি।।*
********************************
*রাই বাম কক্ষে,শ‍্যাম লইয়া দক্ষে,*
      *বক্ষে দুহুঁ ভূজ রাখি।*
*দুই চক্ষে জল,করে ছল ছল,*
       *রাই কি গোপাল দেখি।।*
*যার পানে চাই,নয়ন ফিরাই,*
      *আনিতে না পারি আর।*
*আহা মরি মরি,কিরূপ মাধুরী,*
      *ঘন সৌদামিনী সার।।*
*এত কহি রাণী,আনি ক্ষীর ননী,*
     *দেয়ত দুহাঁর মুখে।*
*খাই দুই জন,নামিল তখন,*
      *মনোহর দেখে সুখে।।*
=========================
*যশোদা চরণে,করি পরণামে,*
      *রাধিকা রান্ধিতে গেলা।*
*হরষিত হইয়া,ধনিষ্ঠা যাইয়া,*
       *সব আয়োজন দিলা।।*
*বিধি অগোচর,নানা উপহার,*
      *রাধিকা রন্ধন করি।*
*পুরি পায়শাদি,পিষ্টক অবধি,*
       *বেদির উপর ধরি।।*
*কানাই বলাই,আসি দুই ভাই,*
      *সিনান করিয়া সুখে।*
*সখাগণ লৈয়া,ভোজন করিয়া,*
      *তাম্বুল দেয়ল মুখে।।*
*শয়ন করিল,রাই ঘরে গেল,*
      *কৃষ্ণ অবশেষ পাই।*
*দাস মনোহর, আকুল অন্তর,*
      *খিরিকে রহল চাই।।*
*🌼 নন্দালয়ে দেবগোষ্ঠ বিরাম।🌼*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html