🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

শ্রীলোকনাথ গোস্বামী 🏵️ মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ শ্রীলোকনাথ গোস্বামীর অপ্রকট তিথি 😭 শ্রাবণী কৃষ্ণাষ্টমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/loknath.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
       ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী দীপ বাগুই 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীলোকনাথ গোস্বামী।*

*মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ শ্রীলোকনাথ গোস্বামীর অপ্রকট শ্রাবণী কৃষ্ণাষ্টমী তিথি।*

মহাপ্রভুর আদেশে যেসমস্ত পূজ্য বৈষ্ণবগণ বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করতে এবং বিগ্রহ সেবা প্রকাশ করতে গিয়েছিলেন, তাদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন *#শ্রীলোকনাথ_গোস্বামী।*
 লোকনাথ গোস্বামীর জন্ম বর্তমান বাংলাদেশের যশোহর জেলার মাগুরা মহকুমার তালগৈড়া>তালগড়ি>তালখড়ি গ্রামে।বাবা হলেন অদ্বৈত প্রভুর ছাত্র ও শিষ্য পদ্মনাভ চক্রবর্তী এবং মায়ের নাম সীতাদেবী।

*#যশোহর_জেলাতে_তালগৈড়া_গ্রামে_স্থিতি।#মাতা_সীতা_পিতা_পদ্মনাভ_চক্রবর্তী।।*

 মা-বাবার তৃতীয় সন্তান লোকনাথ। শিশুকাল থেকেই হৃদয়ে প্রবল বৈরাগ্য।লোক মুখে গৌরাঙ্গের মধুর বাল্য-লীলা শ্রবণ করে অত্যন্ত উৎকণ্ঠিত ছিল লোকনাথ মহাপ্রভুর দর্শনের জন্য।

*#প্রেম_রস_আস্বাদনে_দিবানিশি_নাহি_জানে_আন_কথা_না_করে_শ্রবণে। #মহৈশ্বর্য্য_ত্যাগ_করি_আইলা_নদীয়া_পুরী_যথা_প্রভু_শ্রীশচীনন্দন।।*

*#প্রভু_মুখ_নিরখিয়া_ধরনীতে_লোটাইয়া_রহিলেন_চরণ_যুগলে।#গৌরাঙ্গ_আনন্দমনে_হেরি_লোকনাথ_পানে_প্রেম_ভরে_করে_টলমলে।।*

 *#আইস_আইস_লোকনাথ_আজি_মোর_সুপ্রভাত_এত_বলি_শচীরকুমার। #ভুজযুগ_পসারিয়া_আলিঙ্গন_কৈল_ধাইয়া_বুক_বহি_পড়ে_অশ্রুধার।।*

*#লোকনাথ_গৃহে_সদা_রহয়ে_উদাস।  #সর্বত্যাগী_নবদ্বীপে_আইলা_প্রভু_পাশ।।*

 বাবার চতুষ্পাঠিতে পড়াশোনা শেষ করে বাবার গুরু অদ্বৈত আচার্যের কাছে উচ্চ শিক্ষা আহরণের ছলে  শান্তিপুরে চলে আসেন। 
 এখানেই নিমাই পণ্ডিতের সাথে দেখা হয় ও বহুদিনের সঞ্চিত সাধ পূর্ণ হয়।

*#শ্রীগৌরাঙ্গের_গুণে_অতি_চমৎকার।#লোকনাথের_হৈল_ভাগবতে_অধিকার।।*

নিমাই পণ্ডিতকে সতীর্থরূপে পেয়ে লোকনাথের ভাগবত পড়তে ইচ্ছে জাগল নিমাই পণ্ডিতও লোকনাথকে কাছে পেয়ে তার পর নাই আনন্দিত হল। অদ্বৈত আচার্যের কাছে চলল শিক্ষা গ্রহণ এবং ভাগবত পাঠ ।অবশেষে লোকনাথ অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষা গ্ৰহন করলেন।উচ্চ শিক্ষা শেষে লোকনাথ নিজের দেশে ফিরে আসেন।

 কিছুকাল পরেই নিমাই পণ্ডিত পিতৃ-পুরুষের ভিটা দর্শন  এবং পিতামহী শোভাদেবীকে দেখতে পূর্ববঙ্গে আসেন। এইসময় নিমাই পণ্ডিত লোকনাথের বাড়িতে কিছুদিন ছিলেন। লোকনাথের বাবা পদ্মনাভ চক্রবর্তী নিমাই পণ্ডিতকে অতিথি রূপে বরণ করেছিলেন।

*#পদ্মনাভ_তারে_সৎকার_কৈলা_বিধিমত।#মহাপ্রভু_তথি_বাস_কৈলা_দিন_কত।।* 

এরপর নিমাই পণ্ডিত নবদ্বীপে ফিরে এলেন।এরমধ্যে পাঁচ বছর অতিক্রান্ত। নানা ঘটনার পরে নিমাই পণ্ডিত আজ ভক্তের কাছে #মহাপ্রভু  রূপে নিজের স্বরূপ প্রকাশ করেছেন। শুনেই লোকনাথ চলে আসলেন নবদ্বীপে । মহাপ্রভু পুরনো বন্ধুকে পেয়ে আনন্দে আত্মহারা। কয়েক দিন পরেই মহাপ্রভু লোকনাথকে বৃন্দাবনে যেতে আদেশ করলেন। শুনে মাথায় যেন বজ্রপাত হল লোকনাথের।
আছাড় খেয়ে মহাপ্রভুর চরণ তলে পড়ে মূর্চ্ছিত হয়ে গেলেন। মহাপ্রভু অতিযত্নে জ্ঞান ফেরালেন।হাত দুটি ধরে আদর করে বললেন আমি আর দু-তিন দিন পরেই দেবদুর্লভ প্রেমভক্তিধন বিতরণের জন্য সন্ন্যাস গ্রহণ করব, আমার সেই চাঁচর কেশ আর থাকবে না। তুমি আমার যে রূপ দর্শন পেয়েছ, এই রূপ হৃদয়ে ধারণ করে বৃন্দাবনে গমন কর, আমার সন্ন্যাসী স্বরূপ দেখে তুমি সহ্য করতে পারবে না।
তুমি আগে বৃন্দাবনে যাও, পরে পরে রূপ সনাতন আদি সব ভক্ত গিয়ে তোমার সঙ্গে মিলিত হবে। তাদের সঙ্গে সুখে তোমার দিন অতিবাহিত হবে।

সঙ্গ ছাড়া হয়ে অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে লোকনাথ চললেন বৃন্দাবনে।

 যায় যায় ফিরে চায়, আর কি দেখতে পাবো না?
 সেই হরি বলা রসের বদন?
নয়ন জলে ভাসতে ভাসতে চললেন লোকনাথ। এদিকে মহাপ্রভুও লোকনাথের বিরহে ব্যাকুল হয়ে পড়লেন। দু'চোখের জলে মুখ- বুক ভেসে যেতে লাগল।

এরপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এসেছেন।কিছুদিন থেকে চলে এসেছেন দাক্ষিণাত্যে।এদিকে লোকনাথ গোস্বামী শুনতে পেয়েছেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দাক্ষিণাত্যে এসেছেন।মহাপ্রভুর দেখা পাবার জন্য লোকনাথ চললেন দাক্ষিণাত্যে।ততদিনে মহাপ্রভু পুরীতে ফিরে এসেছেন।এরপরে মহাপ্রভু বঙ্গদেশ হয়ে  পুনরায় বৃন্দাবনে আসলেন।  লোকনাথ গোস্বামী খবর পেয়ে দাক্ষিণাত্য থেকে বৃন্দাবনে ফিরে আসতে আসতে মহাপ্রভু  বৃন্দাবন থেকে চলে আসলেন প্রয়াগে।  লোকনাথ বৃন্দাবনে এসে মহাপ্রভুর আগমন ও প্রস্থান শুনে পুনরায় মহাপ্রভুকে দর্শনের জন্য প্রয়াগে যাবার উদ্যোগ করতেই মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন-
*#প্রভাতে_প্রয়াগ_যাত্রা_করিব_এ_মনে। #স্বপ্নে_প্রভু_প্রবোধিয়া_রাখিলা_বৃন্দাবনে।।*

*#তোমার_নিকটে_নিরন্তর_আছি_আমি।#বৃন্দাবন_হৈতে_কোথা_না_যাইহ_তুমি।।*

মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে লোকনাথ আর ব্রজের বাইরে বের হলেন না‌। দিবারাত্রি কাঁদেন গৌর-বিরহে। আর কি দেখতে পাব না?
 সেই মোহন মূর্তি! চাঁচর-কেশ, নাটুয়া বেশ! হবে নাকি নয়নগোচর?
 এইভাবে কাঁদতে কাঁদতে দিন কাটতে লাগল। 
 তারপর  যমুনা পুলিন-বনে, রাধাকুণ্ডে, গিরি-গোবর্ধনে, কখনো বর্ষানে, কখনো নন্দগ্রামে, আবার কখনো যাবটে, এইভাবে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়ে *#ছত্রবনে_উমরাও_গ্ৰামে_কিশোরীকুণ্ডের পাশে কিছুদিন অতিবাহিত করলেন।*

প্রাণে বাসনা জাগল বিগ্রহ সেবার।
তার বিগ্রহ সেবার একান্ত বাসনা দেখে মহাপ্রভুই অন্য স্বরূপে এসে বিগ্ৰহ দিয়ে গেলেন আর বললেন এর নাম *#রাধাবিনোদ*। লোকনাথ আনন্দ উৎফুল্লিত হৃদয়ে বিগ্রহের রূপ-মাধুরী দর্শন করছেন।তা দেখে ঠাকুর বলছেন আমার খুব খিদে পেয়েছে,কিছু খেতে দাও। শুনেই আনন্দিত চিত্তে শীঘ্র পাক করে ভোগ দিলেন, পুষ্পশয্যা রচনা করে শয়ন করালেন,বৃক্ষ শাখায় বাতাস দিলেন, মনের আনন্দে পাদ-সম্বাহন করলেন। মন-প্রাণ তার চরণে সমর্পণ করলেন।একটা ঝোলা নির্মাণ করলেন সেটাই রাধাবিনোদের মন্দির হল। গ্রামবাসী কুটিয়া করে দিতে চাইলে তিনি অস্বীকার করলেন।
*#যে_বৈরাগ্য_তাঁর_তা_কহিতে_অন্ত_নাই।#শ্রীরাধাবিনোদ_কৃপা_কৈলা_এই_ঠাঁই ।।*

এরপর ব্রজে এলেন একে একে  সুবুদ্ধি-রায়, রূপ-সনাতন আদি। তা সবার সঙ্গে গৌর-গুণকীর্তনে আনন্দে সময় অতিবাহিত হতে লাগল। বৃন্দাবনে বসল চাঁদের হাট। শ্রীজীব গোস্বামী; গোপাল ভট্ট গোস্বামী আদি তখন বৃন্দাবনের প্রমুখ মহাজন।
হঠাৎ মহাপ্রভুর অদর্শন-বার্তা শ্রবণ করে বিরহ-জ্বালায় মৃতপ্রায় হয়ে পড়লেন লোকনাথ ।

 রঘুনাথ দাস এসে রাধাকুণ্ডে ভজনে রত হলেন। ধীরে ধীরে রূপ-সনাতন, ভট্ট রঘুনাথ নিত্যলীলাতে প্রবেশ করলেন । লোকনাথ গোস্বামী তখনো স্থূলশরীরে আছেন। প্রতিজ্ঞা করেছেন জীবনে কাউকে দীক্ষা দেবেন না। এমন সময় ব্রজে আসলেন নরোত্তম। দীর্ঘদিন লোকনাথ গোস্বামীর  শৌচস্থান পরিষ্কার করে কৃপা লাভ করলেন। নিজ প্রতিজ্ঞা ভেঙে নরোত্তমকে দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী।জীবনে এই একজনকেই তিনি শিষ্য করেছিলেন।

ধীরে ধীরে লোকনাথের বিরহ জ্বালা বাড়তে লাগল। গৌর-বিরহে আর প্রাণ ধারণ করা যায় না। অবশেষে লোকনাথ তাঁর *#মঞ্জুলালী_মঞ্জরী* স্বরূপে শ্রীরাধাবিনোদের  নিত্য-সেবায় নিযুক্ত হলেন।
আনুমানিক ১৫৮৮খ্রিস্টাব্দের বেশ কিছু পরে।তাঁর অপ্রাকৃত দেহ বৃন্দাবনে গোকুলানন্দ মন্দিরে সমাধি দেওয়া হয়।আজও বৃন্দাবনে গোকুলানন্দ মন্দিরে লোকনাথ গোস্বামীর সমাধি দর্শন করা যায়।এবং ঐ মন্দিরেই লোকনাথ গোস্বামীর সেবিত রাধাবিনোদ (মূল রাধাবিনোদ জয়পুরে>ঔরঙ্গজেবের আক্রমণের সময় থেকে) জীউ সেবিত হচ্ছেন।

*#শ্রীমদ্রাধাবিনোদৈকসেবাসম্পৎসমন্বিতম্।#পদ্মনাভাত্মজং_শ্রীমল্লোকনাথপ্রভুং_ভজে।।**জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html