🚩🚩🚩🙇🙇🙇 রাধে রাধে 🙇🙇🙇🚩🚩🚩

২৫. সুবল-কৃষ্ণ কথোপকথনের মাঝে বিশাখার আগমন বা দূতী আগমন 🥀 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/httpmrinmoynandy_18.html

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. সুবল-কৃষ্ণ কথোপকথনের মাঝে বিশাখার আগমন বা দূতী আগমন ꧂
সকল কিছু লিখনী এবং 📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐  https://MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সুবল-কৃষ্ণ কথোপকথনের মাঝে বিশাখার আগমন বা দূতী আগমন, গৌরচন্দ্রিকা🌻*
*********************************
*গৌরীদাস সঙ্গে,চিন্তা কথারঙ্গে*
       *বসিলা গৌরহরি।*
*ভাবে হিয়া ভোর,ঘন দেয় কোর*
       *দোঁহে গলা ধরাধরি।।*
*ভাবে অঙ্গ থরহরি,দু'নয়নে বহে বারি*
       *চাহে গৌরীদাসের মুখখানি।*
*কহে গৌরীদাস,কি তোমার আশ*
       *কহ গোরা গুণমণি।।*
*কহিবার কথা নয়,কেমনে কহিব তায়,*
      *মরি আমি বুক বিদরিয়া।*
*ভক্ত স্বরূপ আইল,দুঁহু জনারে দেখিল,*
      *তাহে দেখি আনন্দে হিয়া।।*
*তোমাদের মনের কথা,সকল বলহ হেথা,*
       *করিব দুঃখ দূর।*
*বাসুদেব ঘোষ কয়,এ রাধা সখি হয়,*
      *হইবে আনন্দে বিভোর।।*


*বৃন্দাবন লীলা বিশাখার আগমন*
*********************************
          *🌻প্রথম পদ🌻*
*বেলি অসকালে,দেখিনু যে ভালে,*
      *পথেতে যাইছে সে।*
*জুড়ায় কেবল, নয়ন যুগল,*
      *চিনিতে নারিনু কে।।*
  *সখা সে রূপ কে চাহিতে পারে।*
*অঙ্গের শোভা,বসনের শোভা,*
     *পাসরিতে নারি তারে।।* 
*বাম অঙ্গুলিতে,মুদরি সহিতে,*
      *কনক কটোরি হাতে।*
*সিঁথায় সিন্দুর, নয়নে কাজর,*
      *মুকুতা শোভিত নথে।।*
*সুনীল শাড়ি, মোহন কারী,*
      *উছলিছে দেখি পাশ।*
*আর কি পরাণে,সোঁপিনু চরণে,*
       *দাস করি মনে আশ।।*
*কুচযুগ গিরি, কনক কটোরি,*
       *শোভিত হিয়ার মাঝে।*
*ধীরে ধীরে যায়,চমকিয়া হায়,*
       *ঘন না চাহে লোকলাজে।।*
*কিবা সে ভঙ্গিমা,নাহিক উপমা,*
       *চলন মন্থর গতি।*
*কোন ভাগ‍্যবানে,পাইয়াছে কি দানে,*
      *ভজিয়া সে উমাপতি।।*
*চন্ডীদাসে কয়, মূরতি এ নয়,*
      *বধিতে রসিক জনে।*
*অমিয়া ছানিয়া, যতন করিয়া,*
       *গড়িল সে অনুমানে।।*

       *🌻দ্বিতীয় পদ🌻*
*শুন ভাই সুবল,আর কি হৈবে দেখা,*
       *পাসরিতে নারি সুধামুখী।*
*এ কথা কহিব কায়,কেবা পরতীত যায়,*
        *মোর প্রাণ আমি তার সাখী।।*
 *সখা ভাবতে ভাবতে তনু শেষ।*
*না জানি কি করে বিধি,যদি কার্য‍্য নাহি সিধি,*
      *অনলে করিব পরবেশ।।*
*শুনিয়া সুবল কয়, কিছু না করিহ ভয়,*
      *অবিলম্বে আনি দিব তারে।*
*পূরিবে তোমার আশ,তবে সে জানিবে দাস,*
      *বিলাস করিবে রসভরে।।*
*কর-জোড় করি শ‍্যাম,সখারে করে পরণাম,*
       *ইহলোকে তুমি মোর বন্ধু।*
*তরণী রমণে বলে,রাখ রাঙ্গাপদ তলে,*
       *এবার তরাও ভবসিন্ধু।।*

    *🌻তৃতীয় পদ🌻*
*কাঞ্চন বরণী,কে বটে সে ধনি,*
       *ধীরে ধীরে চলি যায়।*
*হাসির ঠমকে, চপলা চমকে,*
        *নীলশাড়ী শোভে গায়।।*
*দেখিতে বদন,মোহিত মদন,*
       *নাসাতে দুলিছে দুল।*
*সুবিশাল আঁখি, মানস ভাবিয়া,*
        *ছুটিছে মরাল কুল।।*
*আঁখি তারা দুটি,বিরলে বসিয়া,*
      *সৃজন করেছে বিধি।*
*নীলপদ্ম ভাবি,লুবধ ভ্রমরা,*
     *ছুটিতেছে নিরবধি।।*
*কিবা দন্ত ভাতি,মুকুতার পাঁতি,*
       *জিনিয়া কুন্দক কঁড়ি।*
*সীঁথার সিন্দুর,জিনিয়া অরুণ,*
      *কানে কর্ণবালা ঢেঢ়ি।।*
*শ্রীফল যুগল,জিনি কুচযুগ,*
        *পাতলা কাঁচলি তাহে।*
*তাহার উপর,মণিময় হার,*
       *উপমা কহিবা কাহে।।*
*কেশরী জিনিয়া,কৃশ মাঝখানি,*
       *মুঠে করি যায় ধরা।*
*গজ কুম্ভ জিনি,নিতম্ব বলনি,*
        *ঊরু করীকর পারা।।*
*চরণ যুগল, জিনিয়া কমল,*
        *আলতা রঞ্জিত তায়।*
*মঝু মন তাহে, কাহে না ভুলব,*
       *মদন মূরছা পায়।।*
*কাহার নন্দিনী, কাহার রমণী,*
      *গোকুলে এমন কে।*
*কোন পূণ‍্যফলে, বল বল সখা,*
       *এ রামা পাইল সে।।*
*চন্ডীদাস বলে, ভেবনা ভেবনা,*
       *ওহে শ‍্যাম গুণমণি।*
*তুমি সে তাহার,সরবস ধন,*
       *তোমারি আছে সে ধনি।।*


      *🌻 চতুর্থ পদ🌻*
*শুবল নাগর কহিছে কথা।*
*বিশাখা সুন্দরী আইল তথা।।*
*কি কথা কহিছ শুবল সনে।*
*কহিতে কহিতে কান্দিছ কেনে।।*
*কি কথা কহিছ নাগররাজ।*
*আমারে কহনা মনের কাজ।*
*মনের মরম কহিবা যবে।*
*বেদনা বাটিয়া লইব তবে।।*
*শুনিয়া শুবল কহয়ে ভাষা।*
*ধীবরে ঘেরিল মীনের বাসা।।*
*শুনি দূতী মুখে ধরয়ে পাণি।*
*এ যদুনন্দন কহয়ে জানি।।*
*🌻🌻🌻বিরাম, মার্জনীয়🌻🌻🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








🙏 SRI KRISHNA LILA 🙏 
🙏 SRI JOYDEB DAWN 🙏

শেষ ৩০ দিনের পোস্টের মধ্যে সর্বাধিক Viewer নিম্নে :-

শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_74.html

শিবরাত্রি ব্রতকথা 🙏 ১০৮ নাম 🙏 মন্ত্র সমূহ 🙏 শিবরাত্রি ব্রত কি ভাবে পৃথিবীতে প্রচলিত হল❓শিবরাত্রি ব্রত পালনে কি ফল লাভ হয় ❓শিবরাত্রি ব্রত পালন কি সকলেই করতে পারেন ❓🙏 সকল ভক্ত 👣 চরণে 👣 অসংখ্যকোটি 🙏 প্রণাম 🙏শ্রী মৃন্ময় নন্দী 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/shib.html

ভগবান শ্রীকৃষ্ণের নৌকা গঠন তত্ব ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_22.html

🙇 রাধে রাধে 🙇 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 👏 হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।। 🙇 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/09/today.html

শ্রীঅম্বরীষ মহারাজের ছোট রানী 🙏 চারিযুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_97.html

মনোশিক্ষা 🙏 দ্বিতীয় ভাগ 🙏 শ্রীযুক্ত প্রেমানন্দ দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/jaydeb_14.html

বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে চারটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নই বা কি? ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_98.html

শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু 🥀 সংক্ষিপ্ত কথন 🙏 প্রথম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/01/mohaprobhu-joydeb-dawn.html

*নিগমকল্পতরোর্গলিতং ফলং শুকমুখাদকমৃতদ্রবসংযুতম্।**পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভূবি ভাবুকাঃ।।*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_89.html

শ্রীআমলকী একাদশী ব্রতের মাহাত্ম‍্য কি ❓ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/03/ekadoshi.html